ক্ষমতা ছাড়াই হাজার কোটির সম্পত্তি বিএনপি নেতা আমানের

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:১৫, মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ১৭ মাঘ ১৪২৯

গুলশানে ৬ কাঠা জমির ওপর ৬তলা বাসা,
কেরাণীগঞ্জে ৪ একর ৭৬ শতাংশ জমির ওপর বাড়ি,
মানিকগঞ্জসহ বিভিন্ন স্থানে  মোট ৫০১ শতক জমির মালিকানা সম্পদ। 
এছাড়াও তার স্ত্রীর কোনো আয় না থাকলেও মিরপুরে ১০ শতক জমির ওপর ৬ তলা বাড়ি, 

২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে প্রথমে স্বাস্থ্য এবং পরে শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন আমান উল্লাহ আমান। তখন থেকেই প্রভাব খাটিয়ে শত শত কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হন বিএনপির এ নেতা। সে সময়ে কেরানীগঞ্জে কয়েক হাজার শতক জমি দখল করেন তিনি।

স্থানীয়রা জানান, কেরাণীগঞ্জের এক কৃষক পরিবারে জন্ম আমানের। পারিবারিক সূত্রে কোনো সম্পদ ছিল না তার। কিন্তু বিএনপির দুই মেয়াদে মন্ত্রী হওয়ার পর ঢাকা ও ঢাকার বাইরে কয়েক হাজার শতক জমি দখল করেন। এসব জমি নিজের ও স্ত্রী সাবেরা আমানের নামে দলিল করেন।

তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতি দমন কমিশন ঢাকার অভিজাত এলাকায় তার ৩২টি ফ্লাটের হদিস পায়। এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে তার মামলাগুলোও ধামাচাপা পড়ে যায়। এর বাইরে আরো প্রায় দেড় হাজার শতক জমির তথ্য উদ্ধার করে দুদক।

আমান উল্লাহ আমানের মোট কত সম্পত্তি রয়েছে?

গুলশানে ৬ কাঠা জমির ওপর ৬তলা বাসা,
কেরাণীগঞ্জে ৪ একর ৭৬ শতাংশ জমির ওপর বাড়ি,
মানিকগঞ্জসহ বিভিন্ন স্থানে  মোট ৫০১ শতক জমির মালিকানা সম্পদ। 
এছাড়াও তার স্ত্রীর কোনো আয় না থাকলেও মিরপুরে ১০ শতক জমির ওপর ৬ তলা বাড়ি, 
বনানীতে ৪ কাঠা জমির ওপর ৩ তলা বাড়ি, 
কেরাণীগঞ্জে ৫০২ শতক জমির ওপর বহুতল ভবন এবং 
কেরাণীগঞ্জে ৬৬০ শতক জমির খোঁজ পাওয়া গেছে  আমানের স্ত্রীর নামে।
এছাড়া ঢাকার পেট্রোল পাম্প, গার্মেন্টসসহ অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে আমান ও তার স্ত্রীর নামে।

সূত্রমতে আমানের এসব সম্পদ নিয়ে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের নিমিত্তে দৈনিকটির প্রতিবেদক তাঁর মন্তব্য জানার চেষ্টা করলেও তিনি তা এড়িয়ে যান এবং এসব বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।পরে পত্রিকাটি তার সম্পদের তথ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করলেও  মৌখিক বা লিখিতভাবে আমান তার প্রতিবাদ করেননি।

বিষয়ঃ বিএনপি

Share This Article


আন্দোলনের সঙ্গীরাও বিএনপির হাইকমান্ডে বিরক্ত!

কেন বিএনপিকে নির্বাচনে যেতে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র!

উপজেলা নির্বাচন: তৃণমূলে বিএনপির দুর্বলতা ও নিয়ন্ত্রণহীনতা প্রকাশ

শ্রমিকদের যথাযোগ্য সম্মান প্রদানের আহবান জানিয়েছিলেন বঙ্গবন্ধু

সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় উপজেলা নির্বাচনে বিএনপির নেতারা!

উপজেলা নির্বাচন: বহিষ্কারের পর ফিরিয়ে নেয়ার সুযোগ দিলেও কেন পাত্তা দিচ্ছেন না বিএনপির প্রার্থীরা?

বিএনপির আন্দোলন সফল হবেনা : যেভাবে বুঝেছিলেন জিএম কাদের

মধুখালীর পরিস্থিতি নিয়ন্ত্রণে হার্ডলাইনে সরকার!

শীঘ্রই জিয়া পরিবারমুক্ত হচ্ছ বিএনপি!

মধুখালীতে সহোদর হত্যা : বিএনপি-জামায়াত-হেফাজতের উস্কানিতে পরিস্থিতি আরও উত্তপ্ত!

মধুখালীর ঘটনা নিয়ে যে ভয়ংকর গুজব রচনা করেছেন সোশ্যাল এক্টিভিস্টরা

কপি পেস্ট দিয়ে চলছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট!