গত ২৯ জানুয়ারি দুই সন্তানের জিম্মা পেতে বাংলাদেশে আসা জাপানি নারী নাকানো এরিকোর বিরুদ্ধে শিশু দুটির বাবা বাংলাদেশি ইমরান শরীফ যে মামলা করেছিলেন, তা খারিজ করে দেন আদালত। এবার পারিবারিক আদালতের দেয়া এই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন বাবা ইমরান শরীফ। বৃহস্পতিবার তার আপিলের গ্রহণযোগ্যতা বিষয়ে শুনানির জন্য আগামী ১৬ ফেব্রুয়ারি ধার্য করেছেন ঢাকার জেলা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া।