কারও ইচ্ছার বিরুদ্ধে কিছু করা আমার অভিপ্রায় নয়। তাই মনস্থির করেছি এবার দাঁড়াব। জানি না আর কদিন বাঁচব, সখীপুরের মানুষ আমায় সারা বিশ্বে তুলে ধরেছিল, আমিও তাদের প্রাণভরে ভালোবেসেছি। সখীপুরে আমার কাছে কোনো দল-মত নেই। সবাইকে আপনজন মনে করি। শেষ দিন পর্যন্ত সেটাই মনে করে যাব। আমি চাই একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন। দেশের মালিক জনগণ, দেশের মালিক ভোটাররা যাতে তাদের মালিকানা ফিরে পায় এটাই আমার আন্তরিক কামনা। সারা জীবন বঙ্গবন্ধুকে অন্তরে লালন করেছি, পালন করেছি, ধারণ করেছি। তাঁকে আদর্শ হিসেবে মেনেই এই জগৎ সংসার থেকে চিরবিদায় নিতে চাই।