দ্বিগুণ প্রণোদনা ঘোষণায় গতি ফিরেছে দেশের রেমিট্যান্স বা প্রবাসী আয়ে। অক্টোবরের পর নভেম্বর মাসেও ঊর্ধ্বমুখী এ ধারা অব্যাহত রয়েছে। ফলে চলতি মাসের প্রথম ১০ দিনে ব্যাংকিং চ্যানেলে (বৈধ পথে) প্রবাসী আয় এসেছে ৭৯ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার ৭৭৮ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা ৫০ পয়সা হিসাবে)।