শ্রমিকদের যথাযোগ্য সম্মান প্রদানের আহবান জানিয়েছিলেন বঙ্গবন্ধু

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০১:১৬, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩০

১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান মে দিবসকে জাতীয় শ্রমিক দিবস ও সরকারি ছুটি ঘোষণা করে শ্রমজীবী মানুষের স্বার্থ এবং মর্যাদা সুনিশ্চিত করেন।


 

 

১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেন। সেদিন তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়। সেই থেকে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে সারা বিশ্বে মে দিবস হিসেবে পালন করা হয়।

শ্রমিকদের অধিকার ও তাদের দাবির প্রতি সম্মান জানিয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে মে দিবস পালিত হয়। এরই অংশ হিসেবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান মে দিবসকে জাতীয় শ্রমিক দিবস ও সরকারি ছুটি ঘোষণা করে শ্রমজীবী মানুষের স্বার্থ এবং মর্যাদা সুনিশ্চিত করেন।

শুধু তাই নয়, দিবসটি পালনের  উদ্দেশ্য সম্পর্কে বঙ্গবন্ধু  শ্রমিকদের অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টির মাধ্যমে ন্যায় সঙ্গত  অধিকার প্রতিষ্ঠা এবং সেই সাথে নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কেও সজাগ থাকাসহ সকল মেহনতি শ্রমিকদের যথাযোগ্য সম্মান প্রদানেরও আহবান জানিয়েছিলেন।

Share This Article


সৌদি পৌঁছেছেন ৩০ হাজার ৮১০ হজযাত্রী

ভারত ও চীনকে যুক্ত করা গেলে রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব: পররাষ্ট্রমন্ত্রী

ভ্যাট বসলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে: ওবায়দুল কাদের

স্বাস্থ্যসেবার আওতাধীন খাতে ইউজার ফি আদায়ে নীতিমালার সুপারিশ

সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার

গুরুত্বপূর্ণ সফরে ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং

সজীব ওয়াজেদ জয়কে নিয়ে গুজব: শীর্ষে নাগরিক টিভি

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হতে বললেন প্রধানমন্ত্রী

ঢাকা মহানগরীতে ব্যাটারি-মোটরচালিত রিকশা চললেই ব্যবস্থা

হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু

পঞ্চম বাংলাদেশি হিসেবে বাবর আলীর এভারেস্ট জয়

বিশ্ব ব্যাংকের ভূমি সম্মেলনে প্রথমবারের মতো অংশ নিল বাংলাদেশ