ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর কী বার্তা দেয়?

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:৫৭, বুধবার, ৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ভারতে চলছে লোকসভা নির্বাচন। আগামী ৪ জুন জানা যাবে সরকার কারা গঠন করছে। এর মধ্যেই ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা ৮ মে রাতে ঢাকা সফরে আসছেন। দুই দেশের সম্পর্ককে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাতেই তিনি আসছেন বলে কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে।

সূত্র মতে, সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পাশাপাশি পররাষ্ট্র সচিবের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন কোয়াত্রা। প্রধানমন্ত্রী আগামী জুলাই মাসে ভারত সফরে যাবার কথা রয়েছে। আর এটি হলে নির্বাচনে টানা চতুর্থবার জয়ী হওয়ার পর প্রথম দ্বিপাক্ষিক সফর হবে প্রতিবেশি ও বন্ধু রাষ্ট্র ভারতে।

সাধারণত ভোটের সময় কোনো দেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানায় না দিল্লি। নির্বাচনের পর নতুন সরকার সিদ্ধান্ত নিয়ে থাকে কাকে আমন্ত্রণ জানাবে আর পররাষ্ট্রনীতি কী হবে। ব্যতিক্রমভাবে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। তবে দিল্লির মসনদে যারাই ক্ষমতায় আসুক, ঢাকার সঙ্গে সুসম্পর্ক রাখবে।

কূটনীতিক মহল বলছে, ভারত কিছু নির্দিষ্ট বিষয়ে রাজনৈতিক বিরোধের বাইরে অবস্থান গ্রহণ করে। বিশেষ করে পররাষ্ট্র নীতি এমন একটি অবস্থানের ওপর দাঁড়িয়ে আছে, মসনদে যেই বসুক পররাষ্ট্র নীতিতে মৌলিক পরিবর্তন হয় না। ভারতের পররাষ্ট্র সচিবের সফরের মধ্য দিয়ে সেটিই সুস্পষ্ট বার্তা বহন করে।

নানা কারণে বাংলাদেশের ওপর ভারত নির্ভরশীল। সবচেয়ে বড় কারণ সীমান্তে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের দমন। ২০০৯ সালে শেখ হাসিনা এই ইস্যুতে ‘‘জিরো টলারেন্স’’নীতি গ্রহণ করেন। মৌলবাদের বিরুদ্ধেও তার দৃঢ় অবস্থান ভারতকে বাংলাদেশের ওপর নির্ভরশীল করেছে। এসব কারণেই দিল্লির ক্ষমতায়  যারাই আসুক না কেন শেখ হাসিনার সঙ্গে সম্পর্কের অগ্রযাত্রা অব্যাহত রাখবে। এই বার্তাটি দিতেই বিনয় মোহন কোয়াত্রার এই ঢাকা সফর বলে মনে করেন বিশ্লেষকরা।

Share This Article

পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের পাঁয়তারা করছে বিএনপি

ইন্ডিয়া আউট ও জামায়াত প্রসঙ্গে বিএনপিকে গণতন্ত্র মঞ্চের নানা প্রশ্ন

ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত

ভারত ও চীনকে যুক্ত করা গেলে রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব: পররাষ্ট্রমন্ত্রী

ভ্যাট বসলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে: ওবায়দুল কাদের

স্বাস্থ্যসেবার আওতাধীন খাতে ইউজার ফি আদায়ে নীতিমালার সুপারিশ

সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার

কর্মসূচির আগে লিয়াজোঁ কমিটি গঠনে চাপ বিএনপির মিত্রদের

‘কংগ্রেসম্যানদের সই জালকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল’

গুরুত্বপূর্ণ সফরে ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং

কৃত্রিম বুদ্ধিমত্তার বিরূপ প্রভাব ঠেকাতে আসছে আইন : প্রতিমন্ত্রী

যত মার্কিন কর্মকর্তাই আসুন বিএনপির আশাবাদী হওয়ার ন্যূনতম কারণ নেই!

বিএনপির মহাসচিব নিয়োগে তারেকের সাথে তৃণমূলের মতবিরোধ!

জয় আমার হাতে চুমু দিয়েছে, সিনিয়র না হলে থাপড়াতাম: মিষ্টি

‘ফিরে এসেছিলাম বলেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে পেরেছি’

অবশেষে জানা গেল নরেন্দ্র মোদি কেন সংবাদ সম্মেলন করেন না

সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদ রোনালদো, তিনে মেসি

ডোনাল্ড লু'র যে বক্তব্যে কপালে চোখ সরকারবিরোধীদের!

বিএনপি পাকিস্তানের দোসর হয়ে জনগণকে শোষণ করত: আইনমন্ত্রী

মিশা-ডিপজলের কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে নিপুণের রিট


ডোনাল্ড লু'র যে বক্তব্যে কপালে চোখ সরকারবিরোধীদের!

ডোনাল্ড লু'তে ভুল ভাঙলো বিএনপির!

সমমনাদের প্রতি বিএনপির আকস্মিক গুরুত্বের উদ্দেশ্য খুঁজছে যুগপৎসঙ্গীরা!

ব্যাংক খাত নিয়ে পরিকল্পিত অপপ্রচার!

বিএনপির মহাসচিব নিয়োগে তারেকের সাথে তৃণমূলের মতবিরোধ!

যত মার্কিন কর্মকর্তাই আসুন বিএনপির আশাবাদী হওয়ার ন্যূনতম কারণ নেই!

দল পুনর্গঠনে সরকার বিরোধিতার নতুন কৌশলে জাতীয় পার্টি!

উপজেলা নির্বাচন : বিএনপির ৭ জনের জয়ে বেকায়দায় স্থানীয় দায়িত্বশীলরা!

বিএনপির আন্দোলন: ভারত বিরোধিতাই মুখ্য হয়ে উঠছে!

বিএনপি নেতারা ক্লান্ত: জানালেন গয়েশ্বর

বিবিসি প্রতিবেদন: তৃণমূলের উপর বিএনপির শীর্ষ নেতৃত্বের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠছে!

কেন গরমে নয় আন্দোলন: জানালেন মান্না