আর্থ্রাইটিস অর্থাৎ বাতরোগ হলে টমেটো না খাওয়ার পরামর্শ অনেকেই দিয়ে থাকেন। কারণ টমোটো নাকি বাতের সমস্যা আরো বাড়িয়ে দেয়। কিন্তু আসলেই কি তাই? এ অভিযোগ কতটা সত্য? প্রত্যেক বাতরোগীর কি এ সবজি পরিহার করতে হবে? আসুন এ সম্পর্কে প্রকৃত তথ্য জেনে নিই।