টালিউড-বলিউডের মতো ঢালিউড তারকারাও রাজনীতিতে ভিড়ছেন। রাজনীতিবিদ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আফিয়া নুসরাত বর্ষাও। ব্যক্তিজীবনের নেত্রী হওয়ার ইচ্ছে আছে কিনা— সাংবাদিকদের এমন প্রশ্নে বর্ষা বলেছেন, মাঝে মাঝে তো ইচ্ছে করেই যে, আমিও নেত্রী হই। সমাজের মানুষদের একটু সেবা করি।