আহতদের চিকিৎসা ও ভবিষ্যতের দায়িত্ব নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

আমি আবারও দেশবাসীকে বলব, যারা এই ধরনের জঘন্য কাজ করে, কোথায় কে আছে, খুঁজে বের করুন। তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে, যেন আর কখনো এ দেশের মানুষের জীবন নিয়ে কেউ ছিনিমিনি খেলতে না পারে। এটা আমি কখনো চাইনি। এভাবে মানুষ আপনজন হারাবে, এইভাবে মৃত্যুর মিছিল হবে, এটা কখনো চাইনি। আজকে বাংলাদেশে সেটাই করলো।’  







বাংলাদেশ

সাভারে ছড়ানো ছিটানো ধ্বংসযজ্ঞের চিহ্ন

শিল্পাঞ্চল সাভারে এখন দৃশ্যমান কয়েকদিনের ধ্বংসযজ্ঞের চিহ্ন। লুটপাট ও ভাঙচুরসহ নাশকতাকারীরা আগুন দেয় যানবাহন ও পুলিশ বক্সে। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও বিরাজ করছে থমথমে অবস্থা। নাশকতাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।


 

কি দোষ ছিল দিনমজুর শাজাহানের, কেন তাকে হত্যা করা হলো?

  • শিক্ষার্থীদের নির্মম আঘাতে নিহত হন দিনমজুর শাহজাহান
  • সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ শাজাহানের পরিবার
  • তাদের বুকফাটা আর্তনাদে ভারি হয়ে উঠেছে চারপাশ
  • সিটি কলেজের সামনের রাস্তায় পড়ে থাকে তার নিথর দেহ
  • শাহজাহান নিউ মার্কেটে হকারী করতেন, তার বাড়ি মুন্সীগঞ্জ