
প্রবাসী রেমিট্যান্স : জুলাই মাসের লক্ষ্য ছাড়াবে আগস্ট !
২০২২-২৩ নতুন অর্থবছরের প্রথম মাস (জুলাই) থেকেই প্রবাসী আয়ে ঢল নেমেছিল। সে মাসে লক্ষ্যমাত্রার চেয়েও ২০৯ কোটি ৬৯ লাখ ১০ হাজার টাকা(২.১ বিলিয়ন ডলার) রেমিট্যান্স এসেছিল দেশে, যা ছিল গত ১৪ মাসের মধ্যে সবচেয়ে বেশি।
সে মাসে প্রতিদিন গড়ে ৭ কোটি ৮৬ লাখ ডলার বা ৭৪৬ কোটি টাকা পাঠিয়েছিলেন প্রবাসীরা। এ আয় গত বছরের একই মাসের চেয়ে ১২ শতাংশ বেশি।
আশার কথা হচ্ছে, সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে চলতি আগস্ট মাসেও।