পরিবার ও দলের বিরোধেই বেগম জিয়া ইস্যু বারবার হোঁচট খেয়েছে!

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৫৫, রবিবার, ৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

গত ১ মে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। অবস্থার উন্নতি হওয়ায় পরের দিন সন্ধ্যায় বাড়ি ফেরেন তিনি। সাম্প্রতিক সময়ে এভাবে কয়েক দফায় ‘হাসপাতাল থেকে বাসা, আবার বাসা থেকে হাসপাতালে’নেয়া হয় বেগম জিয়াকে।

বেগম জিয়ার চিকিৎসকরা লিভার ট্রান্সপ্ল্যান্ট করার জন্য তাকে বিদেশ নেওয়ার কোন বিকল্প নেই বলে মত দিয়েছেন। তার পরিবারেরও একই দাবি। তবে দলটির হাইকমান্ড ‘রাজনৈতিক স্বার্থ’ হাসিলের উদ্দেশ্যে তাকে বিদেশে  পাঠাতে চাচ্ছে না। ফলে পরিবার ও দলের বিরোধ চলে এসেছে প্রকাশ্যে। এমন প্রেক্ষাপটে ‘বেগম জিয়ার চিকিৎসা ইস্যু’ বারবার হোঁচট খাচ্ছে।

সূত্রমতে, খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পরিবার ও বিএনপির অবস্থান দুই মেরুতে। দল বলছে, জনমত গঠন করে সরকারের ওপর চাপ সৃষ্টি করে বিদেশে চিকিৎসার ‘ব্যবস্থা’ করতে হবে। এই চাপের মধ্যে শুধু রাজনৈতিক আন্দোলন নয়, কূটনৈতিক অঙ্গনে তার শারীরিক অবস্থা জানানোসহ আন্তর্জাতিক জনমত গড়ে তোলার জন্য গুরুত্ব দিচ্ছেন তারা।

তবে বিএনপির এমন অবস্থানের বিরোধী খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার। তিনি মনে করেন, খালেদা জিয়াকে দ্রুত বিদেশ নিতে হবে। তার অবস্থা সংকটাপন্ন। আর এ কারণেই তার বিদেশ যাওয়ার ইস্যুটিকে রাজনীতির বাইরে রাখা উচিত। এ ক্ষেত্রে যে কোন শর্তে বোনকে তিনি বিদেশ নিতে চান বলে পারিবারিক সূত্রে জানা গেছে।  

সূত্রমতে, বেগম জিয়ার চিকিৎসা নিয়ে দল ও পারিবারিক বিরোধের কারণেই দীর্ঘদিন যাবৎ সঠিক কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। না হয়েছে কঠোর আন্দোলন, না হয়েছে সরকারের সাথে কোন বোঝাপড়া। এর জন্য শামীম ইস্কান্দার বিএনপি ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেই দায়ী করেন বলে জানা গেছে।

Share This Article

এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৮৩.০৪ শতাংশ

বিএনপির মহাসচিব নিয়োগে তারেকের সাথে তৃণমূলের মতবিরোধ!

ইসরায়েলের হামলায় গাজায় আরও এক জিম্মির মৃত্যু

যত মার্কিন কর্মকর্তাই আসুন বিএনপির আশাবাদী হওয়ার ন্যূনতম কারণ নেই!

জয় আমার হাতে চুমু দিয়েছে, সিনিয়র না হলে থাপড়াতাম: মিষ্টি

উপজেলা নির্বাচন : বিএনপির ৭ জনের জয়ে বেকায়দায় স্থানীয় দায়িত্বশীলরা!

কৃত্রিম বুদ্ধিমত্তার বিরূপ প্রভাব ঠেকাতে আসছে আইন : প্রতিমন্ত্রী

সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদ রোনালদো, তিনে মেসি

‘ফিরে এসেছিলাম বলেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে পেরেছি’

মিশা-ডিপজলের কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে নিপুণের রিট


ব্যাংক খাত নিয়ে পরিকল্পিত অপপ্রচার!

বিএনপির মহাসচিব নিয়োগে তারেকের সাথে তৃণমূলের মতবিরোধ!

যত মার্কিন কর্মকর্তাই আসুন বিএনপির আশাবাদী হওয়ার ন্যূনতম কারণ নেই!

দল পুনর্গঠনে সরকার বিরোধিতার নতুন কৌশলে জাতীয় পার্টি!

উপজেলা নির্বাচন : বিএনপির ৭ জনের জয়ে বেকায়দায় স্থানীয় দায়িত্বশীলরা!

বিএনপির আন্দোলন: ভারত বিরোধিতাই মুখ্য হয়ে উঠছে!

বিএনপি নেতারা ক্লান্ত: জানালেন গয়েশ্বর

বিবিসি প্রতিবেদন: তৃণমূলের উপর বিএনপির শীর্ষ নেতৃত্বের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠছে!

কেন গরমে নয় আন্দোলন: জানালেন মান্না

উপজেলা নির্বাচন: 'জয়ী-বহিষ্কৃতদের' গোপনে সমর্থন জানাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা!

সাত জানুয়ারির নির্বাচনে যেতে মোটা অংকের টাকা দাবি করেছিলেন মান্না!

বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে বড় পরিবর্তন আসছে: বিবিসির প্রতিবেদন