ভবনমালিকদের জিম্মি করে চাঁদাবাজির অভিযোগ উঠেছে বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র আস্থাভাজন সাজ্জাদ সেরনিয়াবাতের বিরুদ্ধে। তিনি বরিশাল সিটি করপোরেশনের প্রধান সড়ক পরিদর্শক পদে দীর্ঘদিন নিযুক্ত ছিলেন। পাশাপাশি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদে থাকার কারণে বিশাল বাহিনী তৈরি করে চাঁদাবাজি করতেন বলে অভিযোগ করেছেন করপোরেশনের খোদ কাউন্সিলর ও কর্মকর্তারা।