বিদেশে যেতে পারবেন সাজাপ্রাপ্ত আমান: আঁতাতের অভিযোগ বিএনপিতে

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:১০, মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • বিএনপি সরকারের সময়ে নানাভাবে সম্পদ অর্জন করেন আমান
  • সম্পদ রক্ষা, মামলা ও জেল থেকে নিজেকে মুক্ত রাখতে আঁতাত করেন
  • ওয়ান-ইলেভেনে যারা বিশ্বাস ঘাতকতা করেছে, তারা এখনও সক্রিয়
  • সুযোগ পেলেই তারা দলের ক্ষতি করবে

দুর্নীতির মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আমান উল্লাহ আমানকে চিকিৎসা নিতে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে সর্বোচ্চ আদালত। ৬ মে প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত আপিল বিভাগ এ আদেশ দেয়।

২০০৭ সালে দুদকের এ মামলায় ওই বছরের ২১ জুন আমানকে দুটি পৃথক ধারায় ১০ ও তিন বছর করে মোট ১৩ বছর কারাদণ্ড দেয় বিশেষ আদালত। বিদেশে যেতে মার্চের শেষ সপ্তাহে অনুমতি চেয়ে আপিল বিভাগে আবেদন করেন বিএনপির এই নেতা।

এরই ধারাবাহিকতায় বিষয়টি শুনানিতে আসলে বিদেশে যাওয়ার অনুমতি দেয়া হয়। আদালতে আমানের পক্ষে ছিলেন আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

এদিকে হঠাৎ করে সাজাপ্রাপ্ত আমানের বিদেশে যাওয়ার অনুমতি লাভের পর দলের মধ্যে নানা গুঞ্জন শুরু হয়েছে। দলীয় নেতাদের অভিযোগ, সরকারের সঙ্গে তিনি আঁতাত করেছেন। কারণ একই সময়ে বিএনপির আরও অনেক নেতা কারাবরণ করলেও তারা জেলের ঘানি টানছেন। অথচ আমান জামিনও পান সবার আগে। এখন বিদেশে যাওয়ার অনুমতি পেলেন।

দলীয় নেতারা বলছেন, বিএনপি সরকারের সময়ে নানাভাবে অর্জিত সম্পদ রক্ষা, মামলা ও জেল থেকে নিজেকে মুক্ত রাখতে অনেকে আঁতাত করে সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছেন। তাদের মধ্যে আমানও একজন। ওয়ান-ইলেভেনে যারা দলের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছে, তারা এখনও সক্রিয়। সুযোগ পেলেই তারা দলের ক্ষতি করবে।

এসব সুবিধাবাদীকে যাতে দলে জায়গা দেয়া না হয়, সেজন্য তৃণমূলের নেতা-কর্মীরা বারবার হাইকমান্ডকে অনুরোধ করেছে। কিন্তু তাদের ঠিকই দলে ফিরিয়ে আনা হয়েছে এবং গুরুত্বপূর্ণ পদও দেয়া হয়। দলের ভেতর ঘাপটি মেরে থাকা এসব নেতাকে চিহ্নিত করে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে। না হলে ভবিষ্যতে দলকে আরও মাশুল দিতে হবে বলে মনে করেন তারা।

বিষয়ঃ বিএনপি

Share This Article

স্বাস্থ্যসেবার আওতাধীন খাতে ইউজার ফি আদায়ে নীতিমালার সুপারিশ

সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার

কর্মসূচির আগে লিয়াজোঁ কমিটি গঠনে চাপ বিএনপির মিত্রদের

‘কংগ্রেসম্যানদের সই জালকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল’

গুরুত্বপূর্ণ সফরে ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং

সজীব ওয়াজেদ জয়কে নিয়ে গুজব: শীর্ষে নাগরিক টিভি

ট্রাম্পের মস্তিষ্ক বিকৃত, গণতন্ত্রের জন্য হুমকি বাইডেন

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হতে বললেন প্রধানমন্ত্রী

রেড কার্পেটে নজর কাড়লেন কিয়ারা, যেন শুভ্র প্রজাপতি

ঢাকা মহানগরীতে ব্যাটারি-মোটরচালিত রিকশা চললেই ব্যবস্থা

কৃত্রিম বুদ্ধিমত্তার বিরূপ প্রভাব ঠেকাতে আসছে আইন : প্রতিমন্ত্রী

বিএনপির মহাসচিব নিয়োগে তারেকের সাথে তৃণমূলের মতবিরোধ!

যত মার্কিন কর্মকর্তাই আসুন বিএনপির আশাবাদী হওয়ার ন্যূনতম কারণ নেই!

জয় আমার হাতে চুমু দিয়েছে, সিনিয়র না হলে থাপড়াতাম: মিষ্টি

উপজেলা নির্বাচন : বিএনপির ৭ জনের জয়ে বেকায়দায় স্থানীয় দায়িত্বশীলরা!

সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদ রোনালদো, তিনে মেসি

অবশেষে জানা গেল নরেন্দ্র মোদি কেন সংবাদ সম্মেলন করেন না

ডোনাল্ড লু'র যে বক্তব্যে কপালে চোখ সরকারবিরোধীদের!

‘ফিরে এসেছিলাম বলেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে পেরেছি’

মিশা-ডিপজলের কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে নিপুণের রিট


ডোনাল্ড লু'তে ভুল ভাঙলো বিএনপির!

সমমনাদের প্রতি বিএনপির আকস্মিক গুরুত্বের উদ্দেশ্য খুঁজছে যুগপৎসঙ্গীরা!

ব্যাংক খাত নিয়ে পরিকল্পিত অপপ্রচার!

বিএনপির মহাসচিব নিয়োগে তারেকের সাথে তৃণমূলের মতবিরোধ!

যত মার্কিন কর্মকর্তাই আসুন বিএনপির আশাবাদী হওয়ার ন্যূনতম কারণ নেই!

দল পুনর্গঠনে সরকার বিরোধিতার নতুন কৌশলে জাতীয় পার্টি!

উপজেলা নির্বাচন : বিএনপির ৭ জনের জয়ে বেকায়দায় স্থানীয় দায়িত্বশীলরা!

বিএনপির আন্দোলন: ভারত বিরোধিতাই মুখ্য হয়ে উঠছে!

বিএনপি নেতারা ক্লান্ত: জানালেন গয়েশ্বর

বিবিসি প্রতিবেদন: তৃণমূলের উপর বিএনপির শীর্ষ নেতৃত্বের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠছে!

কেন গরমে নয় আন্দোলন: জানালেন মান্না

উপজেলা নির্বাচন: 'জয়ী-বহিষ্কৃতদের' গোপনে সমর্থন জানাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা!