ফের কূটনীতিকদের দৌড়ঝাঁপ: ব্রিটিশ ও মার্কিন কূটনীতিকদের তৎপরতা শুরু!

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:৪৬, শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩০

দ্বাদশ জাতীয় ভোটের আগে বাংলাদেশের উপর নানাভাবে চাপ প্রয়োগ করেছিলো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এমনকি দিয়েছিলো ভিসা নিষেধাজ্ঞাও। তবুও পারেনি ৭ জানুয়ারির ভোট ঠেকাতে। জনগণের রায়ে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় বসে আওয়ামী লীগ। কিন্তু তারপরেও ষরযন্ত্র থেকে পিছু হটেনি দেশ দুটো। ভোট পরবর্তী স্থিতিশীল বাংলাদেশকে অস্থিতিশীল করতে আবারও শুরু হয়েছে  কূটনীতিকদের দৌড়ঝাঁপ।

তথ্য মতে, বাংলাদেশের জাতীয় নির্বাচনকে বিশ্বের অধিকাংশ দেশ আনুষ্ঠানিক স্বীকৃতি দিলেও এক ধরনের রহস্যময় নিরবতা পালন করেছে পশ্চিমা দেশ দুটি। তারা নিরপেক্ষতা ও সুষ্ঠুতা নিয়েও মিথ্যাচার করেছে। এবার সেই সূত্র ধরেই কূটনৈতিক ষরযন্ত্রের নতুন খেলায় মাঠে নেমেছেন তারা। এরই পরিপ্রেক্ষিতে গত ১৮ এপ্রিল বাংলাদেশে বৃটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা।

বৃটিশ হাইকমিশন জানিয়েছে, উক্ত বৈঠকে ভোট পরবর্তী বিএনপির রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা হয়েছে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নিয়েছেন।

এছাড়া ২১ এপ্রিল তিন দিনের সফরে ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। সফরে বিএনপি ও সরকার বিরোধী দলগুলোর সাথে বৈঠকের পাশাপাশি সরকারের সাথে শ্রম আইন সংস্কার, তথ্য আইনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। তবে দেশ দুটোর হঠাৎ সক্রিয়তাকে ইতিবাচক হিসেবে দেখছে না বিশেষজ্ঞরা। তারা বলছেন, ফের শান্ত বাংলাদেশকে অশান্ত করার পাঁয়তারা করছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এ বিষয়ে সরকারকে চোখ কান খোলা রাখার পরামর্শও দেন তারা।

Share This Article


মধুখালীর ঘটনা নিয়ে যে ভয়ংকর গুজব রচনা করেছেন সোশ্যাল এক্টিভিস্টরা

কপি পেস্ট দিয়ে চলছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট!

উত্তপ্ত মধুখালী, পুলিশের ওপর হামলা, সংঘর্ষে প্রাণ নাশ!

উত্তপ্ত মধুখালী: বহিরাগতদের আনাগোনা, পরিস্থিতি উত্তপ্ত করতে চাইছে কারা?

ফরিদপুর মধুখালীতে দুই ভাই হত্যার প্রতিবাদ: বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির আলামত!

উপজেলা নির্বাচন: প্রার্থীদের চাপে নমনীয় বিএনপি!

লন্ডনে বসে রাজনীতি বন্ধ হচ্ছে তারেক রহমানের!

কি ঘটেছিলো ফরিদপুরে:সাম্প্রদায়িক অস্থিতিশীলতা চাইছে কারা?

জেলে থাকা নেতাকর্মীর সংখ্যা নিয়ে কাদেরের চ্যালেঞ্জে বেকায়দায় বিএনপি!

বিএনপিতে ফের ভারত বিরোধিতা উসকে দিতে তৎপর রিজভী: ক্ষুব্ধ সিনিয়র নেতারা!

যে তিন কারণে উপজেলা নির্বাচনে অংশ নিতে চায় বিএনপির তৃণমূল

উপজেলা নির্বাচন: ফের গণবহিস্কার বিএনপিতে!