উপজেলা নির্বাচন: প্রার্থীদের চাপে নমনীয় বিএনপি!

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:২৪, সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ৯ বৈশাখ ১৪৩০
  • প্রথম দফায় সারা দেশে বিএনপির ৭৭ জন নেতা চেয়ারম্যান প্রার্থী
  • হাইকমান্ডের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতারা
  • মাঠ পর্যায়ের নেতাদের হুমকিতে নড়েচড়ে বসেছে হাইকমান্ড
  • নেতাদের অনড় অবস্থানে বিএনপির হাইকমান্ড নমনীয়

আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপির কেউ স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করতে পারবে না। কোন প্রার্থী স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করলে তাকে আজীবন বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। তবে দলীয় হাইকমান্ডের এমন সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

সূত্রমতে, প্রথম দফায় ১৫০ টি উপজেলায় নির্বাচনে দিনাজপুরের ঘোড়াঘাট, ফরিদপুর সদর, সুনামগঞ্জের শাল্লা, ময়মনসিংহের দোবাউরা, সিলেটের বিশ্বনাথ, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, পিরোজপুরের ইন্দুরকানি উপজেলাসহ সারা দেশে বিএনপির ৭৭ জন নেতা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।

জানা গেছে, স্থায়ী কমিটির সিদ্ধান্তের আগেই মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা। যারা প্রার্থী হয়েছেন তারা ইতোমধ্যেই হাইকমান্ডের সাথে যোগাযোগ করে সাফ জানিয়ে দিয়েছেন বহিষ্কার করলে কোন সমস্যা নেই, তারা প্রার্থী থাকবেন। নির্বাচন না করলে স্থানীয় রাজনীতির মাঠে অস্তিত্ব সংকটে পড়ার আশঙ্কা থেকেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তারা। মাঠ পর্যায়ের নেতাদের এমন হুমকির মুখে নড়েচড়ে বসেছে দলীয় হাইকমান্ড।  

দলীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন উপজেলায় বিএনপির প্রার্থীরা তাদের কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ করে নিজেদের অবস্থানে অটুট থাকার ঘোষণা দিয়েছেন। তবে সারা দেশেই পদধারী নেতাদের এমন অনড় অবস্থানের কারণে বিএনপির হাইকমান্ড নমনীয় অবস্থানে যাচ্ছে বলে সংকেত পাওয়া যাচ্ছে। ফলে উপজেলা নির্বাচনে যাওয়ার বিষয়টিকে উপেক্ষা করার নীতি গ্রহণ করছে দলীয় হাইকমান্ড।

Share This Article


মধুখালীতে সহোদর হত্যা : বিএনপি-জামায়াত-হেফাজতের উস্কানিতে পরিস্থিতি আরও উত্তপ্ত!

মধুখালীর ঘটনা নিয়ে যে ভয়ংকর গুজব রচনা করেছেন সোশ্যাল এক্টিভিস্টরা

কপি পেস্ট দিয়ে চলছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট!

উত্তপ্ত মধুখালী, পুলিশের ওপর হামলা, সংঘর্ষে প্রাণ নাশ!

উত্তপ্ত মধুখালী: বহিরাগতদের আনাগোনা, পরিস্থিতি উত্তপ্ত করতে চাইছে কারা?

ফরিদপুর মধুখালীতে দুই ভাই হত্যার প্রতিবাদ: বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির আলামত!

লন্ডনে বসে রাজনীতি বন্ধ হচ্ছে তারেক রহমানের!

কি ঘটেছিলো ফরিদপুরে:সাম্প্রদায়িক অস্থিতিশীলতা চাইছে কারা?

জেলে থাকা নেতাকর্মীর সংখ্যা নিয়ে কাদেরের চ্যালেঞ্জে বেকায়দায় বিএনপি!

বিএনপিতে ফের ভারত বিরোধিতা উসকে দিতে তৎপর রিজভী: ক্ষুব্ধ সিনিয়র নেতারা!

যে তিন কারণে উপজেলা নির্বাচনে অংশ নিতে চায় বিএনপির তৃণমূল