দেশের মানুষের ‘নিরাপত্তা’ নিয়ে ইউনুসের দুশ্চিন্তা: সোশ্যাল মিডিয়ায় হাস্যরস!

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০১:৫৫, বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩০

ড. মুহম্মদ ইউনূস দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘নতুন বছর যাতে শান্তিপূর্ণ হয়। কেউ যেন নিরাপত্তাহীনতা ও শঙ্কার মধ্যে না থাকি। শঙ্কামুক্তভাবে জীবনযাপন করি। আইনের শাসনের মধ্যে জীবনযাপন করি। এটাই আমাদের আজকের শপথ'। ১৬ এপ্রিল স্থায়ী জামিন নিতে আদালত প্রাঙ্গণে গিয়ে এসব কথা বলেন তিনি।

দেশের মানুষের ‘নিরাপত্তা’ নিয়ে ড. ইউনুসের এমন দুশ্চিন্তায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হাস্যরসের জন্ম দিয়েছে। নেটিজেনরা বলছেন, ‘যে ব্যক্তি ক্ষুদ্র ঋণের ফাঁদে ফেলে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তাহীনতার প্রধান কারণ হয়েছিলেন, সেই ব্যক্তিই কিনা এখন দুশ্চিন্তা করছেন দেশের মানুষের নিরাপত্তা নিয়ে!’

অনলাইন এক্টিভিস্টরা বলছেন, ‘১৯৭৪ সালে ড. ইউনুসের ‘ক্ষুদ্রঋণ প্রকল্প’ স্বাবলম্বী করার নামে চট্টগ্রামের জোবরা গ্রামবাসীকে নিঃস্ব করে। কিস্তি দিতে না পেরে অনেকে আত্মহত্যাও করেন। এমনকি ইউনূসের ঋণের ফাঁদে পড়ে অনেকে হারিয়েছেন ভিটেমাটিও। খুলে নেওয়া হয়েছে ঘরের টিনের চালাও। এতো অপকর্ম করার পরেও ইউনূস এখন দেশের মানুষের ‘নিরাপত্তা’র ছবক দিচ্ছেন, যা খুবই হাস্যকর।’

সমালোচকরা বলছেন, ‘ড. ইউনূসের বিরুদ্ধে সারা দেশে মানি লন্ডারিং, কর ফাঁকি ও দুর্নীতিসহ ১৯৮টি মামলা চলমান। তিনি দোষী সাব্যস্তও হয়েছেন। এসব অপরাধের মাধ্যমে তিনি শ্রমিকদের অর্থনৈতিক নিরাপত্তা বিঘ্নিত করেছেন, আর এমন ব্যক্তিই কিনা দেশের মানুষের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা করছেন? যিনি নিজেই জীবনভর করেছেন মানুষের সাথে প্রতারণা। গ্রামের সহজ-সরল মানুষের আবেগ নিয়ে খেলেছেন। হাজারো সুফিয়া-রহিমা ও করিম-রহিমদের জীবন ‌‘অনিরাপদ’ করেছেন। আর এখন বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে দেশের মানুষের নিরাপত্তার বুলি আওড়াচ্ছেন, যা তার আরেকটি ‘স্ট্যান্ডবাজি’।

Share This Article


উত্তপ্ত মধুখালী, পুলিশের ওপর হামলা, সংঘর্ষে প্রাণ নাশ!

উত্তপ্ত মধুখালী: বহিরাগতদের আনাগোনা, পরিস্থিতি উত্তপ্ত করতে চাইছে কারা?

ফরিদপুর মধুখালীতে দুই ভাই হত্যার প্রতিবাদ: বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির আলামত!

উপজেলা নির্বাচন: প্রার্থীদের চাপে নমনীয় বিএনপি!

লন্ডনে বসে রাজনীতি বন্ধ হচ্ছে তারেক রহমানের!

কি ঘটেছিলো ফরিদপুরে:সাম্প্রদায়িক অস্থিতিশীলতা চাইছে কারা?

জেলে থাকা নেতাকর্মীর সংখ্যা নিয়ে কাদেরের চ্যালেঞ্জে বেকায়দায় বিএনপি!

বিএনপিতে ফের ভারত বিরোধিতা উসকে দিতে তৎপর রিজভী: ক্ষুব্ধ সিনিয়র নেতারা!

যে তিন কারণে উপজেলা নির্বাচনে অংশ নিতে চায় বিএনপির তৃণমূল

উপজেলা নির্বাচন: ফের গণবহিস্কার বিএনপিতে!

উপজেলা নির্বাচন: বিএনপিকে ধোঁকা দিল জামায়াত!

উপজেলা নির্বাচন বর্জন : লাভের চাইতে ক্ষতি বেশি বিএনপির!