সড়ক দুর্ঘটনায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকের মৃত্যু

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:২০, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩০

ভেড়ামারা থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভেড়ামারায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক দেলোয়ার হোসেন দুলু ও সজল মোটরসাইকেলযোগে বাড়ি ফিরার পথে ভেড়ামারার যাত্রীছাউনির নিকট মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। 

কুষ্টিয়ার ভেড়ামারায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক দেলোয়ার হোসেন দুলু (৫০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এছাড়া সজল নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।


সোমবার (২৯ এপ্রিল) রাত ৮টায় ভেড়ামারার যাত্রীছাউনির নিকট মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সঙ্গে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত দেলোয়ার ভেড়ামারা পৌরসভার ২নং ওয়ার্ডের ফারাকপুর এলাকার মৃত আনসার আলীর ছেলে।


ভেড়ামারা থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভেড়ামারায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক দেলোয়ার হোসেন দুলু ও সজল মোটরসাইকেলযোগে বাড়ি ফিরার পথে ভেড়ামারার যাত্রীছাউনির নিকট মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক দেলোয়ার হোসেন দুলু নিহত হন। আহত সজলকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম বলেন, ‘ভেড়ামারার যাত্রী ছাউনির নিকট মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে ১ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। তারা ২ জনই ভেড়ামারায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article