ইউনূসের আইনজীবীর স্বীকারোক্তি: পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে!

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:৪৪, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

একের পর এক নানান আলোচনা-সমালোচনার জন্ম দিয়ে ড. ইউনূস সবশেষ জড়িয়েছেন ইউনেস্কোর ফেক পুরুস্কার ‘দ্য ট্রি অব পিস’ বিজয়ী কান্ডে । ইউনোস্কো তাকে প্রাইজ না দিলেও তার নামে চালিয়ে দিয়েছেন তিনি, যা নিয়ে বইছে  সমালোচনার ঝড়। তবে ইউনূস সেন্টার কর্তৃক দাবিকৃত সম্মাননা ইউনেস্কোর কোনো পুরস্কার বা সম্মাননাও নয় বলে নিশ্চিত করেছে খোদ প্যারিসে অবস্থিত ইউনেস্কোর সদর দপ্তর। সেখানে ইউনেস্কোর কোনো অফিসিয়াল প্রতিনিধিত্বই ছিলনা, এমন ঘোষণার পর সম্বিৎ ফেরে ইউনুস সেন্টারের। সবশেষে পুরস্কারের বিষয়টি ভুল হতে পারে বলেও স্বীকার করেন ইউনূসের আইনজীবী তথা মুখপাত্র আব্দুল্লাহ আল মামুন।

২৮ মার্চ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ইউনেস্কোর ‘দ্য ট্রি অব পিস’ পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে। ড. ইউনূস আজারবাইজানের একটি অনুষ্ঠানে গিয়েছেন। সেই অনুষ্ঠান থেকে তিনি কোনো প্রেস রিলিজ পাঠিয়েছেন? প্রেস রিলিজ হয়তো ওখান থেকে কোনো কর্মচারী পাঠিয়েছেন। আমরা এখনো জানি না। পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে।’

সমালোচকরা বলছেন, ‘যখনই ড. ইউনূস সমস্যায় পড়েন, তখন তার সমর্থকরা আন্তর্জাতিক কোনো প্লাটফর্ম থেকে তার পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করেন। তারই একটি অংশ হয়তো ইউনোস্কোর নামে চালিয়ে দেয়া ‘দ্য ট্রি অব পিস’ পুরুস্কার নিয়ে প্রতারণা। একই সাথে এটা বুঝানো যে, বাংলাদেশ তাকে মূল্য না দিলেও বিশ্বে তিনি প্রশংসিত। তবে গ্লোবাল ভিলেজের যুগে বিশ্বের কোথাও প্রতারণা করে যে শেষ রক্ষা হয়না তার জ্বলন্ত উদাহরণ ড. ইউনূসের এই পুরস্কার প্রতারণা।’

Share This Article


উত্তপ্ত মধুখালী: বহিরাগতদের আনাগোনা, পরিস্থিতি উত্তপ্ত করতে চাইছে কারা?

ফরিদপুর মধুখালীতে দুই ভাই হত্যার প্রতিবাদ: বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির আলামত!

উপজেলা নির্বাচন: প্রার্থীদের চাপে নমনীয় বিএনপি!

লন্ডনে বসে রাজনীতি বন্ধ হচ্ছে তারেক রহমানের!

কি ঘটেছিলো ফরিদপুরে:সাম্প্রদায়িক অস্থিতিশীলতা চাইছে কারা?

জেলে থাকা নেতাকর্মীর সংখ্যা নিয়ে কাদেরের চ্যালেঞ্জে বেকায়দায় বিএনপি!

বিএনপিতে ফের ভারত বিরোধিতা উসকে দিতে তৎপর রিজভী: ক্ষুব্ধ সিনিয়র নেতারা!

যে তিন কারণে উপজেলা নির্বাচনে অংশ নিতে চায় বিএনপির তৃণমূল

উপজেলা নির্বাচন: ফের গণবহিস্কার বিএনপিতে!

উপজেলা নির্বাচন: বিএনপিকে ধোঁকা দিল জামায়াত!

উপজেলা নির্বাচন বর্জন : লাভের চাইতে ক্ষতি বেশি বিএনপির!

উপজেলা নির্বাচন নিয়ে সংকটে বিএনপি: প্রকাশ্য বিদ্রোহ!