উপজেলা নির্বাচন নিয়ে সংকটে বিএনপি: প্রকাশ্য বিদ্রোহ!

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:৩৩, শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩০

আমরা প্রত্যাহার করতে মনোনয়নপত্র জমা দেইনি। টিকে থাকতেই এবারের ভোটযুদ্ধে নেমেছি। এতে দল থেকে বহিষ্কার করলেও আমাদের আপত্তি থাকবে না।

দ্বাদশ সংসদের মতোই উপজেলা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত বিএনপির। যদিও স্থানীয় সরকারের এ ভোটে অংশ নিতে প্রস্তুত দলটির একাংশ। আরেকাংশ ঠিকই মানতে চায় কেন্দ্রের নির্দেশ। তৃণমূলের এমন মত-অমত নিয়ে দেখা দিয়েছে প্রকাশ্য বিদ্রোহ। এর প্রভাব রয়েছে শীর্ষ পর্যায়েও। ফলে উপজেলা নির্বাচন ঘিরে এসব সংকট সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে বিএনপির নীতিনির্ধারণী ফোরাম।

তফসিল অনুযায়ী প্রথম ধাপের ১৫০ উপজেলায় ভোটগ্রহণ ৮ মে। সেই হিসেবে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির শতাধিক নেতা। অনেকে প্রচার-প্রচারণায়ও নেমেছেন। এর মধ্যেই গেল ১৫ মে আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জনের কথা জানায় হাইকমান্ড। একই সঙ্গে নেতাদের ভোটের মাঠ থেকে সরে দাঁড়াতে বলা হয়। তবে দলের নির্দেশ মানতে নারাজ প্রার্থীরা। এ ধরনের সিদ্ধান্তকে আত্মঘাতী আর অমর্যাদাকর বলেও আখ্যা দিয়েছেন কেউ কেউ।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামা একাধিক নেতা বলছেন, আমরা দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করছি না। নিজ উদ্যোগেই অংশ নিয়েছি। এজন্য চাইলেই কেন্দ্রীয় নেতারা বাধা দিতে পারেন না। এছাড়া হাইকমান্ডের কোনো নির্দেশনাও থাকা উচিত নয়। কারণ আমরা প্রত্যাহার করতে মনোনয়নপত্র জমা দেইনি। টিকে থাকতেই এবারের ভোটযুদ্ধে নেমেছি। এতে দল থেকে বহিষ্কার করলেও আমাদের আপত্তি থাকবে না।

সমালোচকরা বলছে, কোনো ধরনের বিচার-বিবেচনা ছাড়াই উপজেলা নির্বাচন নিয়ে একতরফা সিদ্ধান্তে এগোচ্ছে বিএনপি। এমনিতেই দলটির নাজুক পরিস্থিতি। ঠিক এই মুহূর্তে নীতিনির্ধারকদের উচিত ছিল স্থানীয় পর্যায়ের নেতাদের নির্বাচনে দাঁড়ানোর উৎসাহ দেয়া। অথচ তারা ভিন্ন চিন্তা নিয়ে হাঁটছেন। এমনকি দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে সাংগঠনিক ব্যবস্থা নেয়ারও কথা ভাবছেন। তবে নির্বাচনে অংশ নিলে বিএনপির জন্যই ভালো হবে। নয়তো মাঠপর্যায়ে দ্বন্দ্ব বা বিদ্রোহ আরও বাড়তে থাকবে বলেও মনে করছেন তারা।

Share This Article


মধুখালীর ঘটনা নিয়ে যে ভয়ংকর গুজব রচনা করেছেন সোশ্যাল এক্টিভিস্টরা

কপি পেস্ট দিয়ে চলছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট!

উত্তপ্ত মধুখালী, পুলিশের ওপর হামলা, সংঘর্ষে প্রাণ নাশ!

উত্তপ্ত মধুখালী: বহিরাগতদের আনাগোনা, পরিস্থিতি উত্তপ্ত করতে চাইছে কারা?

ফরিদপুর মধুখালীতে দুই ভাই হত্যার প্রতিবাদ: বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির আলামত!

উপজেলা নির্বাচন: প্রার্থীদের চাপে নমনীয় বিএনপি!

লন্ডনে বসে রাজনীতি বন্ধ হচ্ছে তারেক রহমানের!

কি ঘটেছিলো ফরিদপুরে:সাম্প্রদায়িক অস্থিতিশীলতা চাইছে কারা?

জেলে থাকা নেতাকর্মীর সংখ্যা নিয়ে কাদেরের চ্যালেঞ্জে বেকায়দায় বিএনপি!

বিএনপিতে ফের ভারত বিরোধিতা উসকে দিতে তৎপর রিজভী: ক্ষুব্ধ সিনিয়র নেতারা!

যে তিন কারণে উপজেলা নির্বাচনে অংশ নিতে চায় বিএনপির তৃণমূল

উপজেলা নির্বাচন: ফের গণবহিস্কার বিএনপিতে!