সেচ পাম্প কতক্ষণ চালু রাখা যাবে জানাল বিদ্যুৎ বিভাগ

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০১:০০, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৩ ফাল্গুন ১৪২৯

আসন্ন সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গ্রাহকদের নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত এক যুগে বিদ্যুৎ খাতে সাফল্য অর্জিত হয়েছে। তবে চাহিদার তুলনায় পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন থাকা সত্ত্বেও বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে বাংলাদেশকে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। আসন্ন সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে কয়েকটি নির্দেশনা প্রদান করা হচ্ছে। সেগুলো হলো-

১. রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত সেচ পাম্প চালু রাখা।

২. দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে হকিং বা অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে বিরত থাকা।

৩. নিম্নহারে বিদ্যুৎ বিল সুবিধা প্রাপ্তির লক্ষ্যে দোকান, শপিং মল, পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে অতিরিক্ত বাতি ব্যবহারে বিরত থাকা।

৪. বেআইনিভাবে ইজিবাইক ও মোটরচালিত রিকশার ব্যাটারি চার্জ থেকে বিরত থাকা।

৫. সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতের লক্ষ্যে ওয়েট অ্যান্ড ড্রাই পদ্ধতিতে সেচ কাজ সম্পাদন করা।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


আউশের উৎপাদন বাড়াতে ৬৪ কোটি টাকার প্রণোদনা

কীটপতঙ্গ ফসল নষ্ট করে ২০ থেকে ৩০ শতাংশ: গবেষণা

হলদে ফুলকপিতে স্বপ্ন বুনছেন কালকিনির কৃষক

রঙিন ফুলকপিতে সয়লাব কুমিল্লার ১৭ উপজেলা

গোপালগঞ্জে ৫ লাখ ২০ হাজার টন বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ

বিদ্যুৎ সাশ্রয়ে সেচ কার্যক্রম রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত চালানোর অনুরোধ

নাজিরপুরে জমে উঠেছে ভাসমান সবজির বাজার

৮৫ কোটি টাকার শিম রপ্তানি

কৃষিপণ্যের মধ্যস্বত্বভোগীদের ধ্বংস করা হবে : কৃষিমন্ত্রী

মেহেরপুরে রবিশস্য চাষে নতুনমাত্রা যোগ করেছে সূর্যমুখী

পিঁয়াজ রোপণে ব্যস্ত কৃষক

১৭৯ হেক্টর অনাবাদি জমিতে চাষাবাদ বেড়েছে