বিএনপির ঢাকা সমাবেশ নিয়ে সংশয়!

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:২৮, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২, ২৩ অগ্রহায়ণ ১৪২৯
  • সমাবেশের স্থান চূড়ান্ত না হওয়ায় বিচ্ছিন্ন কর্মীরা
  • ঘোষণা দিয়েও পরিস্থিতি বিবেচনায় জামায়াতের পিছুটান
  • কয়েকজন শীর্ষ নেতা গ্রেফতার হওয়ায় অধিকাংশ নেতার গা ঢাকা
  • নিরাপত্তা বাহিনীর সক্রিয়তায় ভীত কর্মীদের ঢাকা ত্যাগ

১০ ডিসেম্বর বিএনপির ঢাকা সমাবেশকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। ইতোমধ্যে নয়াপল্টন থেকে অসংখ্য বোমা উদ্ধার করেছে নিরাপত্তা কর্মীরা। সেফটি ও সিকিউরিটি বিনষ্টকারীদের কোনোভাবেই ছাড় না দেয়ায় সাবধানী বাণী উচ্চারণ করেছে ডিএমপি।

পুলিশ বলছে, নয়াপল্টন এলাকায় জনগণের জানমালের জন্য হুমকিস্বরূপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পুলিশের ওপর হামলা ও বোমা নিক্ষেপের পর নয়াপল্টন থেকে উশৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করার পাশাপাশি গ্রেফতার করা হয়েছে অসংখ্য সন্ত্রাসীও।

জানা গেছে, সমাবেশের স্থান চূড়ান্তভাবে ঘোষিত না হওয়ায় তৃণমূল কর্মীরা কোথায় সমবেত হবে তা বুঝতে না পারায় কেন্দ্রের নির্দেশ অনুযায়ী আগেভাগে উপস্থিত হতে পারছেননা। ফলে বিচ্ছিন্ন হয়ে রয়েছেন তারা।      

এছাড়া বিএনপির কয়েকজন শীর্ষ নেতা গ্রেফতার হওয়ায় দলটির অধিকাংশ নেতা গা ঢাকা দিয়েছেন তাতে কর্মীরা হতাশ হয়ে পড়েছেন।

অন্যিদিকে ১০ ডিসেম্বর পাশে থাকার ঘোষণা দিয়েও পরিস্থিতি বিবেচনায় হঠাৎ পিছুটান দিয়েছে বিএনপির দীর্ঘদিনের জোট সঙ্গী জামায়াতে ইসলামী।ফলে বিএনপি নেতাকর্মীদের মাঝেও ভীতি সৃষ্টি  ও আগ্রহে ভাটা পড়েছে।                                    
                    
এর বাইরে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সক্রিয়তায় ভীত হয়ে অনেক কর্মী ইতোমধ্যে ঢাকা ত্যাগ করেছে বলে জানা গেছে।

এমন পরিস্থিতিতে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করা নিয়ে সংশয় তৈরি হয়েছে বিএনপি নেতৃবৃন্দের মাঝেই।

Share This Article


কি ঘটেছিলো ফরিদপুরে:সাম্প্রদায়িক অস্থিতিশীলতা চাইছে কারা?

জেলে থাকা নেতাকর্মীর সংখ্যা নিয়ে কাদেরের চ্যালেঞ্জে বেকায়দায় বিএনপি!

বিএনপিতে ফের ভারত বিরোধিতা উসকে দিতে তৎপর রিজভী: ক্ষুব্ধ সিনিয়র নেতারা!

যে তিন কারণে উপজেলা নির্বাচনে অংশ নিতে চায় বিএনপির তৃণমূল

উপজেলা নির্বাচন: ফের গণবহিস্কার বিএনপিতে!

উপজেলা নির্বাচন: বিএনপিকে ধোঁকা দিল জামায়াত!

উপজেলা নির্বাচন বর্জন : লাভের চাইতে ক্ষতি বেশি বিএনপির!

উপজেলা নির্বাচন নিয়ে সংকটে বিএনপি: প্রকাশ্য বিদ্রোহ!

ফের কূটনীতিকদের দৌড়ঝাঁপ: ব্রিটিশ ও মার্কিন কূটনীতিকদের তৎপরতা শুরু!

বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কি কমেছে?

দেশের মানুষের ‘নিরাপত্তা’ নিয়ে ইউনুসের দুশ্চিন্তা: সোশ্যাল মিডিয়ায় হাস্যরস!

মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন ১৭ এপ্রিল