আগুনে ছুড়ে ফেলা রিজভীর শালটি ভারতের নয়, দেশীয় খাদি শাল

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০১:৪৭, রবিবার, ২৪ মার্চ, ২০২৪, ১০ চৈত্র ১৪৩০

ভারতীয় পণ্য বর্জনের অংশ হিসেবে গত ২০ মার্চ দলীয় কার্যালয়ের সামনে নিজের পরনের শাল ছুড়ে ফেলে দিয়েছিলেন  বিএনপি নেতা  রুহুল কবির রিজভী। সেই শালটি ভারতী শাল নয়, দেশীয় খাদি শাল বলে জানা গেছে।

উল্লেখ্য, রিজভী শালটি ফেলে দেয়ার পর নেতাকর্মীরা সেটি আগুনে পুড়িয়ে দেন। সেই দৃশ্য সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে যায়।  অভিজ্ঞরা এটি দেখে বলছেন, খাদি আর ইন্ডিয়ান কাশ্মীরি শাল দেখতে প্রায় একইরকম। কাপড় ধরে না দেখলে বোঝা যায় না। আর শালটি  যেভাবে পুড়েছে সেটিই বলে দেয় এটি খাদি,  কাশ্মীরি নয়। কারণ কাস্মীরি শাল কিছুটা প্লাস্টিকের মতো পোড়ে অন্যদিকে খাদি শাল সুতি কাপড়ের বা কিছুটা কাগজের মতো পোড়ে।

এদিকে নেটিজেনরা বলছেন, কাশ্মিরী শাল মুলত প্রচন্ড শীত ছাড়া গায়ে তোলা যায় না। অন্যদিকে বৃষ্টির দিনে বা হালকা শীতেও খাদি শাল ব্যবহার করা যায়। রিজভিও সেদিন ভাজ করা একটি খাদি শাল ভারতীয় বলে আগুনে পুড়িয়েছেন।  এছাড়া এই গরমে তিনি কাম্মিরী শাল গায়ে দেবেনই বা কেন?  শুধুই সট্যান্ডবাজি করার জন্য?      

এদিকে এ ঘটনাকে কটাক্ষ করে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আপনারা ভারতের পেয়াঁজ খাবেন, আপনাদের নেত্রী ভারতীয় শাড়ি পরবেন, ভারতের ফল দিয়ে ইফতার করবেন, ভারতে গিয়ে চিকিৎসা নেবেন আবার আপনারা ভারতীয় পণ্য বর্জনের ডাক দেবেন- এগুলো হিপোক্রেসি ছাড়া কিছু নয়।

Share This Article


কি ঘটেছিলো ফরিদপুরে:সাম্প্রদায়িক অস্থিতিশীলতা চাইছে কারা?

জেলে থাকা নেতাকর্মীর সংখ্যা নিয়ে কাদেরের চ্যালেঞ্জে বেকায়দায় বিএনপি!

বিএনপিতে ফের ভারত বিরোধিতা উসকে দিতে তৎপর রিজভী: ক্ষুব্ধ সিনিয়র নেতারা!

যে তিন কারণে উপজেলা নির্বাচনে অংশ নিতে চায় বিএনপির তৃণমূল

উপজেলা নির্বাচন: ফের গণবহিস্কার বিএনপিতে!

উপজেলা নির্বাচন: বিএনপিকে ধোঁকা দিল জামায়াত!

উপজেলা নির্বাচন বর্জন : লাভের চাইতে ক্ষতি বেশি বিএনপির!

উপজেলা নির্বাচন নিয়ে সংকটে বিএনপি: প্রকাশ্য বিদ্রোহ!

ফের কূটনীতিকদের দৌড়ঝাঁপ: ব্রিটিশ ও মার্কিন কূটনীতিকদের তৎপরতা শুরু!

বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কি কমেছে?

দেশের মানুষের ‘নিরাপত্তা’ নিয়ে ইউনুসের দুশ্চিন্তা: সোশ্যাল মিডিয়ায় হাস্যরস!

মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন ১৭ এপ্রিল