পোশাক রপ্তানী শুধু বাংলাদেশ নয়, সকল দেশেই ২৫ শতাংশের বেশি কমেছে

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:২৯, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৩০ মাঘ ১৪৩০

মহামারি করোনা প্রভাব কাটতে না কাটতেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধে স্থবির হয়ে পড়ে বৈশ্বিক অর্থনীতি। তবে এতো কিছুর পরেও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি ২৫ শতাংশ কমেছে, যা অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম বলেও জানান খাত সংশ্লিষ্টরা।

 


 

বাংলাদেশের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রে গত বছরের তুলনায় পোশাক রপ্তানি কমেছে প্রায় ২৫ শতাংশ। বর্তমানে বাংলাদেশ সাত দশমিক ২৮ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করছে। সম্প্রতি এ খবরটি প্রকাশ করেছে, Office of Textiles and Apparel of America (OTEXA)। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলাবলি হচ্ছে যে, ওয়াশিংটনের সাথে ঢাকার বৈরি সম্পর্কের প্রভাবেই এ রপ্তানি কমেছে। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে, শুধু বাংলাদেশ নয়, মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিভুক্ত সব দেশেরই ২৫ শতাংশের বেশি রপ্তানি কমেছে।

তথ্যানুযায়ী, ২৮ দশমিক ৭৫ বিলিয়ন ডলারের বাজার ধরে রাখা যুক্তরাষ্ট্রের শীর্ষ পোশাক রপ্তানীকারক দেশ চীন। কিন্তু গত বছর তাদের রপ্তানি কমেছে ২৭.৮৬ বিলিয়ন ডলার।

এরপরের অবস্থান রয়েছে ভিয়েতনাম। ২০২২ সালে দেশটি ১৮ দশমিক ২৪ বিলিয়ন ডলার রপ্তানি করে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে ছিল। কিন্তু ২০২৩ সালে তা কমেছে ২৯ দশমিক ৭ শতাংশ।

এছাড়া যুক্তরাষ্ট্রের বাজারে গত বছরে ভারতের পোশাক রপ্তানি কমেছে ২৬ দশমিক ৫ বিলিয়ন ডলার। বর্তমানে রপ্তানির পরিমাণ ১২ দশমিক ৬১ শতাংশ।

মহামারি করোনা প্রভাব কাটতে না কাটতেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধে স্থবির হয়ে পড়ে বৈশ্বিক অর্থনীতি। এই অবস্থায় উচ্চ মূল্যস্ফীতির কারণে যুক্তরাষ্ট্রের ভোক্তারা ব্যয় কমিয়েছে, যে কারণে খুচরা বিক্রেতারা কম আমদানি করে। সব মিলিয়ে রপ্তানি হ্রাস পেয়েছে। তবে এতো কিছুর পরেও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি ২৫ শতাংশ কমেছে, যা অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম বলেও জানান খাত সংশ্লিষ্টরা।

Share This Article