শাহজালালে এক লাখ ডলারসহ গ্রেপ্তার ২

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:০৮, শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪, ১৩ মাঘ ১৪৩০

“প্রি-বোর্ডিং চেকে তাদের কাছে এক লাখ মার্কিন ডলার পাওয়া গেলে তাদের আটক করে অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক)। এসব ডলার বহনের কোনো অনুমতি তাদের ছিল না।”

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক লাখ ডলারসহ বাংলাদেশি বংশদ্ভূত যুক্তরাষ্ট্রের দুই নাগরিক গ্রেপ্তার হয়েছেন।

শুক্রবার দুপুরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা হয়ে তাদের যুক্তরাষ্ট্র যাওয়ার কথা ছিল বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।

গ্রেপ্তার দুজন হলেন- জসিম উদ্দিন (৩৯) ও মোহাম্মদ রেজাউল (৫৯)।


কামরুল ইসলাম বলেন, “প্রি-বোর্ডিং চেকে তাদের কাছে এক লাখ মার্কিন ডলার পাওয়া গেলে তাদের আটক করে অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক)। এসব ডলার বহনের কোনো অনুমতি তাদের ছিল না।”

বিমানবন্দর থানা ডিউটি অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, “রাতে একটি মামলা দায়ের করে দুজনকে থানায় সোপর্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।”

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article