খুলনায় এজলাসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:০৫, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ২৯ অগ্রহায়ণ ১৪৩০

খুলনার পুলিশ সুপার মো. সাইদুর রহমান জানান, এজলাস কক্ষের জানালার একটি গ্লাস আগে থেকেই ভাঙা ছিল। বুধবার সেই জানালার ফাঁক দিয়ে দুর্বৃত্তরা পেট্রল ছিটিয়ে মশাল ছুড়ে মেরে আগুন ধরিয়ে দেয়

খুলনার পাইকগাছার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে পেট্রল দিয়ে অগ্নিসংযোগের ঘটনায় মামলা করা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) রাতে আদালতের স্টেনো মোল্লা সরোয়ার বাদী হয়ে পাইকগাছা থানায় মামলাটি করেন।

মামলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। এ মামলায় পুলিশ উপজেলার গদাইপুর থেকে জাহিদুল হক নামে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে।

খুলনার পুলিশ সুপার মো. সাইদুর রহমান জানান, এজলাস কক্ষের জানালার একটি গ্লাস আগে থেকেই ভাঙা ছিল। বুধবার সেই জানালার ফাঁক দিয়ে দুর্বৃত্তরা পেট্রল ছিটিয়ে মশাল ছুড়ে মেরে আগুন ধরিয়ে দেয়। নাশকতার উদ্দেশ্যে আদালতের কার্যক্রম বিঘ্নিত করতে এবং মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য এ ঘটনা ঘটানো হয়। আগুনে  আদালতের এজলাস কক্ষে আসামিদের কাঠগড়ার একাংশ, লালসালু এবং বসার দুটি বেঞ্চ পুড়ে যায়।

Share This Article