হঠাৎ দেশে ফিরলেন সাকিব

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৩৫, বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩, ৯ কার্তিক ১৪৩০

ঊরুর চোট সেরে বিশ্বকাপে একাদশে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ফিরেছিলেন সাকিব। তবে সেই ম্যাচে দল বিশাল ব্যবধানে হেরেছে প্রোটিয়াদের কাছে। এবারের আসরে টানা চতুর্থ হারের পর হঠাৎ দেশে ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান।

 

বুধবার সকালে ঢাকায় এসে দুপুরে মিরপুর স্টেডিয়ামের ইনডোরে কোচ নাজমূল আবেদীনের সঙ্গে অনুশীলন করছেন সাকিব। এবারের বিশ্বকাপে ব্যাটে-বলে খুব একটা ভালো কাটছে না সাকিবের।

তাই হয়তো নাজমুল আবেদীনের কাছে ছুটে এসেছেন তিনি। গত বিশ্বকাপে ব্যাটে-বলে রেকর্ড গড়লেও এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচে ১৪ গড়ে সাকিবের রান মাত্র ৫৬, সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। বল হাতে তিনি নিয়েছেন ৬ উইকেট। চোটের কারণে স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচটি শুধু খেলেননি সাকিব।

জানা গেছে, তিনি দলের সঙ্গে যোগ দেবেন আগামী ২৭ অক্টোবর। আগামী ২৮ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেনসে নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের ষষ্ঠ ম্যাচ।

Share This Article