২২ মাসে পদ্মা সেতুতে ১৫০০ কোটি টাকার টোল আদায়

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:১৫, রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩০

দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে যাতায়াতের অন্যতম প্রবেশদ্বার পদ্মা সেতু থেকে গত ২২ মাসে ১৫০০ কোটি টাকার বেশি টোল আদায় হয়েছে।

রোববার (২৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী।

সেতু কর্তৃপক্ষ জানায়, দেশের বৃহত্তম পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে গতকাল শনিবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ১২টা পর্যন্ত ১ হাজার ৫০২ কোটি ৬২ লাখ ১৫ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে। 

এখন পর্যন্ত সেতুর উভয় প্রান্ত দিয়ে যানবাহন পারাপার হয়েছে ১ কোটি ১২ লাখ ৯১ হাজার ৯৫টি। এরমধ্যে, মাওয়া প্রান্ত দিয়ে সেতু পারাপার করেছে ৫৬ লাখ ১ হাজার ২৩২টি গাড়ি। অপরদিকে, জাজিরা প্রান্ত থেকে যানবাহন পারাপার হয়েছে ৫৬ লাখ ৮৯ হাজার ৮৬৩টি।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৫ জুন বাংলাদেশের সবচেয়ে বড় স্থাপনা পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের পর থেকে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলা ও দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। 

সেতু হওয়ার পর কোনো রকম ঝক্কিঝামেলা ছাড়াই দক্ষিণের জেলাগুলোর মানুষরা যেকোনো প্রয়োজনে সহজেই রাজধানী ঢাকায় আসা-যাওয়া করতে পারছেন।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


নতুন তিন সঞ্চালন লাইন চালু, বাড়বে গ্রিডের সক্ষমতা

এসএসসি পরীক্ষার ফল যেভাবে জানা যাবে

বিএনপি ভারতের সঙ্গে শত্রুতা করে অবিশ্বাস সৃষ্টি করেছিল : ওবায়দুল কাদের

রাজনীতিতে পরিত্যক্ত মানুষগুলোর আওয়াজই বড়: পররাষ্ট্রমন্ত্রী

মোহাম্মদপুরে চলছে আওয়ামী লীগের সমাবেশ, নেতাকর্মীদের ঢল

অভিজাত এলাকায় অভিজাত ময়লা পেয়েছি: মেয়র আতিক

আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু

স্মার্ট বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই: এলজিআরডিমন্ত্রী

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪

প্রমত্তা যমুনার বুকে ১২০ কিলোমিটার গতিতে ছুটবে ট্রেন

জলদস্যুর কবলে পড়া সেই জাহাজ এখন বাংলাদেশের জলসীমায়

যে পরিকল্পনা হোক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী