জ্যোতির ফিফটির পরও বড় হার

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:২৮, রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩০

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুরুটা একদমই ভালো হলো না বাংলাদেশের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে বড় হার সঙ্গী করেছে স্বাগতিকরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ফিফটির পরও বাংলাদেশ ম্যাচ হেরেছে ৪৪ রানে।

আগে ব্যাটিংয়ে নেমে ভারত ৭ উইকেটে ১৪৫ রান করে। বোলাররা লক্ষ্য নাগালে রাখলেও ব্যাটসম্যানরা পারেননি নিজেদের দায়িত্ব ঠিকঠাক পালন করতে। জ্যোতির ৫১ রানের সুবাদে বাংলাদেশের রান কোনোমতে ১০১- এ গিয়ে পৌঁছায়।

উইকেট ছিল দারুণ। টি-টোয়েন্টির জন্য আদর্শ। বল ভালোই ব্যাটে আসছিল। রান করার জন্য ছিল আদর্শ কন্ডিশন। চিরাচরিত উচুঁনিচু বাউন্স নয়, সমান বাউন্সেই বল এসেছিল। কিন্তু ভারত ও বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই পারেননি টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে।

দিনের সেরা ব্যাটসম্যান বাংলাদেশের অধিনায়ক জ্যোতি। একমাত্র ফিফটি এসেছে তার ব্যাট থেকেই। শেষ ওভারে বোল্ড হওয়ার আগে ৪৮ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫১ রান করেন ডানহাতি ব্যাটসম্যান। তবে দিন শেষে শেষ হাসিটা হেসেছে অতিথিরা।

Share This Article