বিস্ফোরক সেঞ্চুরিতে রেকর্ডবুক ওলটপালট করলেন রোহিত

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:০৭, বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ২৭ আশ্বিন ১৪৩০

ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছিলেন রোহিত শর্মা। অথচ দেশের মাটিতে চলমান বিশ্বকাপের প্রথম ম্যাচেই শূন্য রানে আউট। বিষয়টি হয়তো মানতে পারছিলেন না রোহিত। তাইতো সব জেদ ঝাড়লেন আফগানিস্তানের বিপক্ষে, ভারতের দ্বিতীয় ম্যাচে। রশিদ খান-মুজিব-উর-রহমানের তুলোধুনো করে এদিন ১৩১ রান করেন মাত্র ৮৪ বলে।

দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে বিস্ফোরক এই ইনিংসের পথে রোহিত সেঞ্চুরি তুলে নেন মাত্র ৬৩ বলে। বিশ্বকাপে ভারতের ব্যাটারদের মধ্যে এটিই দ্রুততম। এর আগের দ্রুততম সেঞ্চুরি ছিল ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের দখলে। সেই বিশ্বকাপে মাত্র ৭২ বলে তিন অঙ্ক স্পর্শ করেন কপিল।

বিশ্বকাপে ভারতের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিকও এখন রোহিত। আজকের ম্যাচেরটিসহ বিশ্বকাপে রোহিতের সেঞ্চুরি ৭টি। মাত্র ১৯ ইনিংসেই এই রেকর্ড গড়েন তিনি। ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি শচীন টেন্ডুলকারের। ৬টি সেঞ্চুরি করতে ‘ক্রিকেট ঈশ্বরের’ লেগেছিল ৪৪ ইনিংস।

বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির তালিকায় রোহিতের আজকের ইনিংস ষষ্ঠ স্থানে। এবারের বিশ্বকাপেই দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি গড়েন দক্ষিণ আফ্রিকান ব্যাটার এইডেন মার্করাম, শ্রীলংকার বিপক্ষে ৪৯ বলে। বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির তালিকায় দুইয়ে কেভিন ও’ব্রায়েনের নাম। ২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন ও’ব্রায়েন। দ্রুততম সেঞ্চুরি করাদের মধ্যে রোহিতের ওপরে আর আছেন গ্লেন ম্যাক্সওয়েল, এবিডি ভিলিয়ার্স ও এউইন মরগ্যান।

ওয়ানডেতে ভারতের ক্রিকেটারদের মধ্যে রোহিতের আজকের সেঞ্চুরিটি পঞ্চম দ্রুততম। সবচেয়ে দ্রুততম সেঞ্চুরিটি এসেছে বিরাট কোহলির ব্যাটে। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫২ বলে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন ‘কিং কোহলি’। ভারতের হয়ে দ্রুততম ৫ সেঞ্চুরির মধ্যে তৃতীয়টিও কোহলির দখলে। ২০১৩ সালেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬১ বলে সেঞ্চুরির আরেকটি কীর্তি গড়েন কোহলি। দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি শেবাগ (৬০ বলে) আর চতুর্থ দ্রুততমটি মোহাম্মদ আজহারউদ্দিনের (৬২ বলে) দখলে।

Share This Article