১০ ডিসেম্বর নৈরাজ্য ঠেকাতে প্রস্তুত ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী’

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:২৭, বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ২২ অগ্রহায়ণ ১৪২৯

১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবে বিএনপি। এ দিনকে ঘিরে রাজধানীতে বিএনপির নেতাকর্মীরা নাশকতা, জ্বালাও-পোড়াও ভাঙচুরসহ নৈরাজ্য চালাবে। কয়েকটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে অতি সম্প্রতি এমন তথ্য উঠে এসেছে।

 

বিএনপির এই সমাবেশকে সামনে রেখে তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে পুলিশ, র‌্যাব, বিজিবি, এপিবিএনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রস্তুত রাখা হচ্ছে, বোম ডিসপোজাল ইউনিট, স্পেশাল ফোর্স, স্পেশাল ডগ স্কোয়াডসহ হেলিকপ্টার ইউনিট।

একই সাথে বাড়ানো হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সাইবার নজরদারি। অনলাইনে অপপ্রচার কিংবা গুজব ছড়িয়ে কেউ যেন কোনও ধরনের স্বার্থ হাসিল করতে না পারে সে বিষয়েও সাইবার পুলিশের বিভিন্ন ইউনিট তৎপর রয়েছে বলে জানা গেছে।

নিরাপত্তা সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীর জননিরাপত্তা এবং বিদেশিদের কাছে যেন দেশের ভাবমূর্তি ক্ষুন্ন না হয়, সে লক্ষ্যে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ ঘিরে জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরির পরিপ্রেক্ষিতেই আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়মিত বৈঠক হচ্ছে। যে কোনও মূল্যে জানমাল সুরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে সরকারের নীতিনির্ধারক মহল।

Share This Article


কি ঘটেছিলো ফরিদপুরে:সাম্প্রদায়িক অস্থিতিশীলতা চাইছে কারা?

জেলে থাকা নেতাকর্মীর সংখ্যা নিয়ে কাদেরের চ্যালেঞ্জে বেকায়দায় বিএনপি!

বিএনপিতে ফের ভারত বিরোধিতা উসকে দিতে তৎপর রিজভী: ক্ষুব্ধ সিনিয়র নেতারা!

যে তিন কারণে উপজেলা নির্বাচনে অংশ নিতে চায় বিএনপির তৃণমূল

উপজেলা নির্বাচন: ফের গণবহিস্কার বিএনপিতে!

উপজেলা নির্বাচন: বিএনপিকে ধোঁকা দিল জামায়াত!

উপজেলা নির্বাচন বর্জন : লাভের চাইতে ক্ষতি বেশি বিএনপির!

উপজেলা নির্বাচন নিয়ে সংকটে বিএনপি: প্রকাশ্য বিদ্রোহ!

ফের কূটনীতিকদের দৌড়ঝাঁপ: ব্রিটিশ ও মার্কিন কূটনীতিকদের তৎপরতা শুরু!

বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কি কমেছে?

দেশের মানুষের ‘নিরাপত্তা’ নিয়ে ইউনুসের দুশ্চিন্তা: সোশ্যাল মিডিয়ায় হাস্যরস!

মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন ১৭ এপ্রিল