পিনাকীর ফর্মূলায় চলছে বিএনপি!

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৪৭, বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সম্প্রতি ভারতীয় পণ্য বর্জন করে সোশ্যাল মিডিয়ায় ‘ইন্ডিয়া আউট’ কর্মসূচির ডাক দেন পিনাকী। আর সেই ডাকে সাড়া দিয়েই গত ২০ মার্চ বিএনপি নেতা রিজভী আহমেদ নিজের শরীরের শাল আগুন দিয়ে পোড়ে ‘ভারতীয় পণ্য বর্জন’ কর্মসূচি পালন করেন। দলীয় ফোরামে কথা না বলে পিনাকীর মতো সাইবার সন্ত্রাসীর কথায় বন্ধুপ্রতিম রাষ্ট্রের বিরুদ্ধে এমন একটি স্পর্শকাতর বিষয়ে কিভাবে সিদ্ধান্ত নিলেন? এ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনেও কানাঘুষা চলছে। বিএনপি কি কথিত একজন অনলাইন এক্টিভিস্টের ফর্মূলায় চলছে, কর্মসূচি বা আন্দোলনের ডাক দেয়া বা সিদ্ধান্ত নেয়ার মতো নেতার অভাব দলে দেখা দিয়েছে বলেও কানাঘুষা চলছে বিএনপি।

বিভিন্ন ইস্যুতে গুজব অপপ্রচার চালিয়ে প্রায়ই জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেন স্বেচ্ছায় নির্বাসিত অনলাইন এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। সরকার, আইন-শঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে মনগড়া তথ্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারে পটু তিনি, যা নিমিষেই লুফে নিচ্ছে সরকার বিরোধীরাও।

সম্প্রতি ভারতীয় পণ্য বর্জন করে সোশ্যাল মিডিয়ায় ‘ইন্ডিয়া আউট’ কর্মসূচির ডাক দেন পিনাকী। আর সেই ডাকে সাড়া দিয়েই গত ২০ মার্চ বিএনপি নেতা রিজভী আহমেদ নিজের শরীরের শাল আগুন দিয়ে পোড়ে ‘ভারতীয় পণ্য বর্জন’ কর্মসূচি পালন করেন।

রিজভীর এমন কাণ্ডে প্রশ্ন উঠেছে বিএনপি কি পিনাকীর ফর্মূলায় চলছে? দলীয় ফোরামে কথা না বলে পিনাকীর মতো সাইবার সন্ত্রাসীর কথায় বন্ধুপ্রতিম রাষ্ট্রের বিরুদ্ধে এমন একটি স্পর্শকাতর বিষয়ে কিভাবে সিদ্ধান্ত নিলেন? এ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনেও কানাঘুষা চলছে। এটি দলীয়, না রিজভীর ব্যক্তিগত সিদ্ধান্ত, এমন প্রশ্নের উদ্রেক হয়েছে।

দলীয় নেতা রিজভীর এমন কাণ্ডে দলীয় ফোরামে বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। স্থায়ী কমিটির এক সদস্য বলেন, বিএনপি কি কথিত একজন অনলাইন এক্টিভিস্টের ফর্মূলায় চলছে, কর্মসূচি বা আন্দোলনের ডাক দেয়া বা সিদ্ধান্ত নেয়ার মতো নেতার অভাব দলে দেখা দিয়েছে?

শুধু দলীয় ফোরামে নয়, রিজভীর ভারত বিরোধীতার বিষয়টি সারাদেশে আলোচনার ঝড় তুলেছে। রাজনৈতিক সমালোচকদের অনেকে বলছেন, রিজভী বিএনপির গুরুত্বপূর্ণ নেতা, দলীয় সিদ্ধান্তের আলোকেই হয়ত এসব করছেন। অন্যদিকে দলীয় হাইকমান্ড রিজভীর ব্যক্তিগত এই কর্মকাণ্ডের বিরোধিতাও করছেন না। তাহলে কি বিএনপির মত বৃহৎ একটি রাজনৈতিক দল একজন কথিত অনলাইন এক্টিভিস্টের ফর্মূলায় চলছে?

Share This Article


দুপুরের মধ্যে সিলেট বিভাগে ঝড়-বৃষ্টির আভাস

থাইল্যান্ডের রাজা-রানির রাজকীয় অতিথি শেখ হাসিনা

ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট চলছে

ওমরাহ পালনে সৌদির উদ্দেশে ঢাকা ছাড়লেন পাটমন্ত্রী

রিকশা থেকে নেমে বসে পড়েন, পেট ধরে শুয়ে ফুটপাতেই গেলো প্রাণ

শপথ নিলেন আপিল বিভাগে নিয়োগ পাওয়া তিন বিচারপতি

বিশ্বব্যাপী সব যুদ্ধ বন্ধের উদাত্ত আহ্বান প্রধানমন্ত্রীর

পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে

২০২৮-এ বাংলাদেশ হবে ১৯তম অর্থনীতি

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তুরস্কের

মধুখালীর ঘটনায় নিহতদের বাড়িতে প্রাণিসম্পদ মন্ত্রী

চলবে তাপপ্রবাহ, আরও ৩ দিনের হিট অ্যালার্ট