এরশাদের ছেলেকে জাপা থেকে অব্যাহতি

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:২৫, শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ৮ চৈত্র ১৪৩০

সব পদপদবি থেকে অব্যাহতি দিয়েছেন জি এম কাদের। তবে জাতীয় পার্টির একাংশের নেতৃত্ব দেওয়া রওশন এরশাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি জি এম কাদের।

জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রাহগীর আল মাহি এরশাদ সাদকে দল থেকে অব্যাহতি দিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। বৃহস্পতিবার তাকেসহ জাপার ১০ কেন্দ্রীয় নেতাকে অব্যাহতি দেন তিনি। এসব নেতা রওশন এরশাদের নেতৃত্বাধীন জাপায় যোগ দিয়েছেন।

জি এম কাদেরের নেতৃত্বাধীন জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, চেয়ারম্যানের উপদেষ্টা এম এ কুদ্দুস খান, যুগ্ম মহাসচিব রাহগীর আল মাহি সাদ এরশাদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদা রহমান মুন্নি, প্রাদেশিকবিষয়ক সম্পাদক খোরশেদ আলম খুশু, ধর্মবিষয়ক সম্পাদক এস এম আল জুবায়ের, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে, শারফুদ্দিন আহমেদ শিপু, শারমিন পারভীন লিজা, যুগ্ম প্রচার সম্পাদক শেখ মাসুক রহমান ও যুগ্ম মহিলাবিষয়ক সম্পাদক শাহনাজ পারভীনকে দলীয় সব পদপদবি থেকে অব্যাহতি দিয়েছেন জি এম কাদের। তবে জাতীয় পার্টির একাংশের নেতৃত্ব দেওয়া রওশন এরশাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি জি এম কাদের।

এরশাদের জীবদ্দশা থেকেই রওশন ও জি এম কাদেরের বিরোধ চলে আসছে। গত ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তা চরমে পৌঁছায়। ভাতিজা সাদ এরশাদের রংপুর-৩ আসনে প্রার্থী হন জি এম কাদের। এতে ক্ষুব্ধ রওশন ভোট বর্জন করেন। এরপর অনুসারীদের নিয়ে গত ৯ মার্চ সম্মেলন করে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। রওশনের জাপায় যোগ দিয়ে অন্তত ২০ জন ইতোমধ্যেই জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি থেকে পদ হারিয়েছেন।

Share This Article


‘প্রার্থিতা নিয়ে মন্ত্রী-এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা’

উপজেলা নির্বাচন: প্রার্থীদের চাপে নমনীয় বিএনপি!

লন্ডনে বসে রাজনীতি বন্ধ হচ্ছে তারেক রহমানের!

রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থায় বিএনপি: কাদের

বিএনপিতে ফের ভারত বিরোধিতা উসকে দিতে তৎপর রিজভী: ক্ষুব্ধ সিনিয়র নেতারা!

‘আওয়ামী লীগের সব রকম কমিটি গঠন ও সম্মেলন বন্ধ’

যে তিন কারণে উপজেলা নির্বাচনে অংশ নিতে চায় বিএনপির তৃণমূল

উপজেলা নির্বাচন: ফের গণবহিস্কার বিএনপিতে!

উপজেলা নির্বাচন: বিএনপিকে ধোঁকা দিল জামায়াত!

উপজেলা নির্বাচন বর্জন : লাভের চাইতে ক্ষতি বেশি বিএনপির!

উপজেলা নির্বাচন নিয়ে সংকটে বিএনপি: প্রকাশ্য বিদ্রোহ!

ফের কূটনীতিকদের দৌড়ঝাঁপ: ব্রিটিশ ও মার্কিন কূটনীতিকদের তৎপরতা শুরু!