সরকারী প্রণোদনায় ওষুধ শিল্পে বিপ্লব

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:৩৫, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪, ২ ফাল্গুন ১৪৩০

বর্তমানে দেশের মোট চাহিদার ৯৮ শতাংশ ওষুধ দেশেই উৎপাদন হয়। এছাড়া ১৫৭টিরও বেশি দেশে এখন বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে।

 

 

সরকারের প্রণোদনায় ওষুধ শিল্পে বিপ্লব ঘটিয়েছে বাংলাদেশ। চলতি অর্থ বছরের গত ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে প্রায় ৫ হাজার ৯০০ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ৯০৩ টাকার ওষুধ রপ্তানি করা হয়েছে।

১৩ ফেব্রুয়ারি, জাতীয় সংসদের অধিবেশনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

মন্ত্রী বলেন, দেশে উৎপাদিত ওষুধ রপ্তানি উৎসাহিত করতে ১০ শতাংশ হারে সরকারিভাবে প্রণোদনা দেয়ার ফলে রপ্তানী বেড়েছে। বর্তমানে দেশের মোট চাহিদার ৯৮ শতাংশ ওষুধ দেশেই উৎপাদন হয়। এছাড়া ১৫৭টিরও বেশি দেশে এখন বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে।

স্বাধীনতার পর বাংলাদেশের ওষুধ শিল্প মূলত আমদানি নির্ভরশীল ছিল। তবে বর্তমানে সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে ওষুধ রপ্তানীতে এই বিশাল অর্জন হয়েছে।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article