দেশে আরও ৩ দিনের হিট অ্যালার্ট জারি

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:৪৩, রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩০

, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ থেকে পরবর্তী ৭২ ঘণ্টা (৩ দিন) অব্যাহত থাকতে পারে।

দেশজুড়ে বইছে তাপপ্রবাহ। গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। এ অবস্থায় আরও আরও ৩ দিনের হিট অ্যালার্ট জারি করলো আবহাওয়া অফিস।

রোববার (২৮ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ থেকে পরবর্তী ৭২ ঘণ্টা (৩ দিন) অব্যাহত থাকতে পারে। এ সময়ের মধ্যে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।

তবে হিট অ্যালার্টের মধ্যেও আরেক বিজ্ঞপ্তিতে কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অফিস। আগামী পাঁচদিনের বর্ধিত পূর্বাভাস বলছে, এ সময়ের শেষের দিকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে কমে আসতে পারে দিনের তাপমাত্রা।

এদিকে, আজ চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বইছে। রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এছাড়া দিনাজপুর, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী ও বান্দরবান জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকতে পারে।

আজ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও আভাস রয়েছে। সেই সঙ্গে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজমান থাকতে পারে।

Share This Article


আমাদের উদ্দেশ্য সড়কে মৃত্যুহার কমানো: স্বরাষ্ট্রমন্ত্রী

হাওর এলাকায় মাটি ভরাট করে আর কোনো রাস্তা হবে না: প্রধানমন্ত্রী

যে পরিকল্পনা হোক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী

৬১তম আইইবি কনভেনশনে প্রধানমন্ত্রী

সম্পর্ক জোরদার করতে আসছেন ডোনাল্ড লু

ডেটিং অ্যাপে বান্ধবীকে বিক্রি করা সামিয়ার ভয়ঙ্কর রূপ

প্রধানমন্ত্রী ডিজিটাল হজ ব্যবস্থাপনা তদারক করছেন: পলক

যেভাবে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান

স্কুল-কলেজের সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ

চিরনিদ্রায় শায়িত পাইলট আসিম, কান্নায় ভেঙে পড়ছেন স্বজনরা

হাসপাতালের অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ

ভারতের দয়ায় নয়, নিজেদের শক্তিতে টিকে আছি: ওবায়দুল কাদের