ঘুঁচছে ডলার সংকট, আসছে ১৬০ মিলিয়ন ডলার!

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০১:৩৪, বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪, ৩ মাঘ ১৪৩০
  • আবারও বাড়ছে অফশোর পোর্টফলিও
  • আইএফসি থেকে ১৬০ মিলিয়ন ডলার ঋণ নেওয়ার আলোচনা
  • ইআরডিকে চিঠি দিয়েছে চার বেসরকারি ব্যাংক
  • মিটবে তাৎক্ষনিক ডলার তারল্যের চাহিদা

অফশোর পোর্টফলিও বাড়াতে আবারো বিদেশি তহবিল পাওয়ার চেষ্টা করছে দেশের চারটি বাণিজ্যিক ব্যাংক। এর মাধ্যমে নিজস্ব গ্রাহকদের ডলারে ঋণ দিতে পারবে ব্যাংকগুলো।  স্থানীয় চারটি ব্যাংক হলো- সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও ব্যাংক এশিয়া।

ডলার চাহিদা মেটাতে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)-র থেকে ১৬০ মিলিয়ন ডলার ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিতে আলোচনা করছে। এ বিষয়ে মতামত চেয়ে সম্প্রতি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-কে একটি চিঠিও দিয়েছে দেশের চারটি বেসকারি ব্যাংক।

আইএফসি থেকে পাওয়া ডলার দিয়ে ব্যাংকগুলো তাদের তাৎক্ষনিক ডলার তারল্যের চাহিদা মেটানোসহ যোগ্য আমদানি-রপ্তানি-ভিত্তিক ঋণগ্রহীতাদের ঋণ দিয়ে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোকে সহায়তা দেওয়া অব্যাহত রাখতে পারবে চিঠিতে বলা হয়।

Share This Article