রিজার্ভে আইএমএফের শর্ত পূরণ করলো বাংলাদেশ!

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:১৮, বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪, ১৯ পৌষ ১৪৩০

আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের দেওয়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণের শর্ত পূরণ করলো বাংলাদেশ। শর্তানুযায়ী, বিভিন্ন ব্যাংক থেকে ডলার সংগ্রহ করেছে বাংলাদেশ ব্যাংক। আমদানি নিয়ন্ত্রণ, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ, রফতানি আয়ের  ধারা অব্যাহত রাখার ফলে রিজার্ভ সংরক্ষণে সাফল্য পেয়েছে বাংলাদেশ।

তথ্য মতে, ৩১ ডিসেম্বর শেষে কেন্দ্রীয় ব্যাংকের নিট রিজার্ভ প্রায় ১৭.৭০ বিলিয়ন ডলারে দাঁড়ায়। আইএমএফের কাছ থেকে ৪.৭ বিলিয়ন ডলার ঋণ পাওয়ার ক্ষেত্রে বছর শেষে ১৭.৪৮ বিলিয়ন ডলার নিট রিজার্ভ সংরক্ষণ করতে হবে। আইএমএফের দেওয়া লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

আইএমএফের দেওয়া বাজেট, সামাজিক ব্যয়, উন্নয়নমূলক কাজে বিনিয়োগ, মূলধন ও রিজার্ভ সর্বোচ্চ সীমার মতো রাখা মতো বেশিরভাগ শর্তই পূরণ করতে পারায় দ্বিতীয় কিস্তির অর্থ ছাড় পেয়েছে বাংলাদেশ।  

রিজার্ভ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক বেশ কিছু উদ্যোগ নিয়েছে। ধীরে ধীরে এর সুফলও মিলছে। রিজার্ভ সংরক্ষণে ডিসেম্বরের শর্ত পূরণ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article