শেষ মুহূর্তে বিশেষ ছাড়, বাণিজ্যমেলায় ক্রেতার ঢল

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:১৮, রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩, ১৫ মাঘ ১৪২৯

রাজধানীর পূর্বাচলে ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার শেষ দিনগুলোতে মানুষের ঢল নেমেছে। শেষ মুহূর্তে জমে উঠেছে বেচাকেনা। বিভিন্ন পণ্যের স্টলে চলছে বিশেষ ছাড়। ব্যবসায়ীরা জানিয়েছেন, গত কয়েক দিনে বেচাকেনা কয়েকগুণ বেড়েছে। রোববার বিকেলে মেলার বিভিন্ন স্টল ঘুরে এমন চিত্র লক্ষ্য করা গেছে।

 

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজাদ বলেন, মানুষের চাপ বেশি থাকলেও প্রচুর ছাড়ে জিনিসপত্র কিনতে পারছি। এতেদিন যে পণ্যগুলোতে ৩০ শতাংশ ছাড় ছিল এখন সেগুলো ৫০-৬০ শতাংশ পর্যন্ত ছাড়ে বিক্রি হচ্ছে।

মেলা প্রাঙ্গণে জামদানি ওয়ার্ল্ডের ইনচার্জ নাইম ইসলাম বলেন, প্রতিটি শাড়ি আমাদের কারিগররা যত্ন নিয়ে তৈরি করেন। মেলার শেষ সময়ে ক্রেতাদের ভালো সাড়া পাচ্ছি। বর্তমানে আমাদের স্টলগুলোতে ৬০ শতাংশ ছাড় চলছে। আশা করছি, এবার আমরা প্রত্যাশার চেয়ে বেশি কেনাবেচা করতে পারবো।

বাণিজ্যমেলার পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, গত বছর মেলায় প্রায় ৭০ কোটি টাকার বেচাকেনা হয়েছিল। এবার শুরুতে আমাদের প্রত্যাশা ছিল ১২০ কোটি টাকার বেচাকেনা হবে। তবে মেলার দুদিন বাকি থাকতেই এরই মধ্যে ১০০ কোটি টাকার বেশি বেচাবিক্রি হয়েছে। আশা করছি, আগামী দুদিন আরো ক্রেতা সমাগম ঘটবে।

দ্বিতীয়বারের মতো স্থায়ী ভেন্যুতে আয়োজিত বাণিজ্যমেলার প্রধান ফটক করা হয়েছে মেট্রোরেলের আদলে। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।

এবারের মেলায় ১৭টি বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মোট ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে। বাংলাদেশ ছাড়াও ভারত, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, নেপালসহ বিভিন্ন দেশের ব্যবসায়ীরা পণ্য নিয়ে হাজির হয়েছেন।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article