প্রথম বলেই শান্ত আউট

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৩২, রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ১৯ অগ্রহায়ণ ১৪২৯

ভারতকে ১৮৬ রানে গুঁড়িয়ে দিয়ে জয়ের স্বপ্ন দেখা বাংলাদেশ শুরুতেই উইকেট হারায়। ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন তরুণ ওনেপার নাজমুল হোসেন শান্ত। ভারতীয় পেসার দীপক চাহারের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন শান্ত।

 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সফরকারী ভারত আগে ব্যাটিংয়ে নেমে সাকিব আল হাসানের স্পিন আর পেসার এবাদত হোসেনের গতির মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে।

একের পর এক উইকেট পতনের দিনে ব্যতিক্রম ছিলেন ভারতীয় তারকা ব্যাটসম্যান লোকেশ রাহুল। তিনি ৭০ বলে ৫টি চার আর ৪টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৭৩ রান করেন রাহুল।

বাংলাদেশ দলের হয়ে ১০ ওভারে ৩৬ রানে ৫ উইকেট শিকার করেন সাকিব আল হাসান। ৮.২ ওভারে ৪৭ রানে ৪ উইকেট নেন এবাদত হোসেন।

Share This Article