চলে গেলেন আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো কিংবদন্তি কোচ মেনোত্তি

  স্পোর্টস ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:২১, সোমবার, ৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

তার কোচিংয়েই নেদারল্যান্ডসকে হারিয়ে সেবার প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা।

আর্জেন্টিনাকে প্রথম ফুটবল বিশ্বকাপ জেতানো কোচ সিজার লুইস মেনত্তি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

সোমবার (৬ মে) এক বিবৃতিতে মেনত্তির মৃত্যুর খবর জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

খেলোয়াড়ি জীবনে স্ট্রাইকার হিসেবে খেলেছেন মেনোত্তি। সান্তোসের হয়ে ফুটবল সম্রাট পেলের সঙ্গেও খেলেছেন তিনি।

বুটজোড়া তুলে রাখার পর বার্সেলোনা, ইতালি, মেক্সিকো, উরুগুয়ে ও আর্জেন্টিনাকে কোচিং করান। ১৯৭৪ সালে আর্জেন্টিনাকে কোচিংয়ের দায়িত্ব পান তিনি। একই বছর ১৭ বছর বয়সী বিষ্ময়বালক ডিয়েগো ম্যারাডোনাকে বিশ্বকাপ দলে না রেখে বেশ সমালোচনার মুখে পড়েন। অবশ্য তার কোচিংয়েই নেদারল্যান্ডসকে হারিয়ে সেবার প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা।

পরের বছর আর্জেন্টিনাকে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জেতান মেনত্তি। অবশ্য সেই আসরে ম্যারাডোনাকে স্কোয়াডে রেখেছিলেন তিনি।

১৯৮২ সালে স্পেন বিশ্বকাপে মেনত্তির রাজত্ব শেষ হয়। সেবার ব্রাজিলের কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বাদ পরে আর্জেন্টিনা।

Share This Article

এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৮৩.০৪ শতাংশ

কৃত্রিম বুদ্ধিমত্তার বিরূপ প্রভাব ঠেকাতে আসছে আইন : প্রতিমন্ত্রী

বিএনপির মহাসচিব নিয়োগে তারেকের সাথে তৃণমূলের মতবিরোধ!

ইসরায়েলের হামলায় গাজায় আরও এক জিম্মির মৃত্যু

যত মার্কিন কর্মকর্তাই আসুন বিএনপির আশাবাদী হওয়ার ন্যূনতম কারণ নেই!

জয় আমার হাতে চুমু দিয়েছে, সিনিয়র না হলে থাপড়াতাম: মিষ্টি

উপজেলা নির্বাচন : বিএনপির ৭ জনের জয়ে বেকায়দায় স্থানীয় দায়িত্বশীলরা!

সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদ রোনালদো, তিনে মেসি

‘ফিরে এসেছিলাম বলেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে পেরেছি’

মিশা-ডিপজলের কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে নিপুণের রিট