উপজেলা নির্বাচন : বিএনপির ৭ জনের জয়ে বেকায়দায় স্থানীয় দায়িত্বশীলরা!

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৫৬, রবিবার, ১২ মে, ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • দলীয় সিদ্ধান্ত না মেনে উপজেলা নির্বাচন করছেন বিএনপির পদধারী নেতারা
  • বহিষ্কার হয়েও শেষ ৮ মে লড়াইয়ে ৭ জন জয়ী হয়েছেন
  • এসব বিজয়ীদের গোপনে সমর্থন জানাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা 

৮ মে শেষ হয়েছে প্রথম ধাপের উপজেলা নির্বাচন। দ্বাদশ সংসদের মতোই ভোট বর্জন করেছে বিএনপি। তবে স্থানীয় সরকার নির্বাচনে দলের হাইকমান্ড ও কেন্দ্রীয় নেতারা কিছুটা কৌশলী ছিল। দলীয় সিদ্ধান্ত না মেনে নির্বাচন করায় পদ-পদবি হারানোসহ হয়েছেন বহিষ্কার। তবু শেষ লড়াইয়ে ৭ জন জয় ছিনিয়ে এনেছেন। আর বহিষ্কৃত এসব বিজয়ীদের গোপনে সমর্থন জানাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতাদের কেউ কেউ।

অবশ্য নির্বাচনী এলাকার বিএনপির নেতা-কর্মীরা বলছেন, দল থেকে বহিষ্কার করা হলেও স্থানীয় বিএনপির অনেকে নেপথ্যে থেকে এসব প্রার্থীর পক্ষে নির্বাচনে কাজ করেছেন। দল নির্বাচনে অংশ নেয়নি, দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় তাঁরা বহিষ্কৃতও হয়েছেন।

এর মধ্যেও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সাত নেতা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা নির্বাচনে এই সাতজনের জয়কে দলের জনপ্রিয়তা হিসেবেই দেখছেন।

তবে যেসব এলাকায় বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন,বেশি ভোটার উপিস্থিতি ছিল  সেসব অঞ্চলে বিএনপির সাংগঠনিক দায়িত্বশীলদের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। কারণ, তাঁরা দলীয় প্রার্থীদের তো নয়ই, ভোটারদেরও নিরুৎসাহিত করতে পারেননি বলে ধরে নেওয়া হচ্ছে।ফলে উক্ত এলাকার সাংগঠনিক দায়িত্বশীলরা পড়েছেন বেকায়দায়।

বিষয়ঃ বিএনপি

Share This Article


চট্রগ্রাম মেডিকেলের অজ্ঞাত লাশকে শিক্ষার্থীদের লাশ বলে চালানোর চেষ্টা!

শিক্ষার্থীদের পাশে দেশবাসীকে দাঁড়ানোর আহবান ফখরুলের: পাশে দাঁড়িয়েছে কি বিএনপি?

ঢাকা কলেজের ছাত্রের প্রাণহানি, সারা দেশে নিন্দার ঝড়

শিবির-ছাত্রদলের নির্মমতা: চট্টগ্রামে ছাদ থেকে ফেলে দেয়া হয় ১৫ ছাত্রলীগ কর্মীকে

আমরা সরকার পতন করেই ঘরে ফিরবো: গাজীপুর থেকে আগত শিবির কর্মী

কোটা আন্দোলনে জামায়াত-শিবির অনুপ্রবেশ, শিক্ষকদের মারধর

প্রধানমন্ত্রী'র বক্তব্যের মর্মার্থ বিকৃত করলো কারা

দুইজন নিহতের অসত্য দাবি যুক্তরাষ্ট্রের, কড়া প্রতিবাদ বাংলাদেশের

সর্বোচ্চ বিদ্যাপীঠে স্বঘোষিত ‘রাজাকার,’ কেমন মেধাবী তারা?

কোটা আন্দোলনে বিএনপির অর্থায়ন, সারা দেশে শিবিরের শক্ত নেটওয়ার্ক

ঢাবি ক্যাম্পাসে যেভাবে জড়ায় ছাত্রলীগ

'রাজাকার' পরিচয় দিতে একবারও লজ্জা হলো না তাদের