বাসায় ঝুলছিল আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:৫৮, বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ৭ চৈত্র ১৪৩০

নিহতের বাবা মো. দেলোয়ার হোসেন জানান, আমার ছেলে আহসানুল্লাহ ইউনিভার্সিটির বিবিএর তৃতীয় বর্ষে লেখাপড়া করে। গতরাতে সে পারিবারিক বিষয় নিয়ে আমাদের ওপর অভিমান করে নিজ রুমে গলায় গামছা পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে পড়ে। 

রাজধানীর যাত্রাবাড়ী থানার পশ্চিম ধোলাইপাড়ের একটি বাসায় গলায় ফাঁস দিয়ে এস এম জাকারিয়া জামি (২৪) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। জাকারিয়া আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের বিবিএর তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বুধবার (২০ মার্চ) দিবাগত রাত পৌনে তিনটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

জাকারিয়া ফরিদপুরের ভাঙ্গা থানার রায়নগর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। বর্তমানে পশ্চিম ধোলাইপাড় ১৮/৩ নম্বর বাসায় থাকতেন। 

নিহতের বাবা মো. দেলোয়ার হোসেন জানান, আমার ছেলে আহসানুল্লাহ ইউনিভার্সিটির বিবিএর তৃতীয় বর্ষে লেখাপড়া করে। গতরাতে সে পারিবারিক বিষয় নিয়ে আমাদের ওপর অভিমান করে নিজ রুমে গলায় গামছা পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে পড়ে। 

পরে আমরা তা জানতে পেরে দ্রুত ঝুলন্ত অবস্থা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে আনার পর চিকিৎসক জানায় আমার ছেলে আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article