বাড়ছে শিশু চুরি, সচেতন হতে বললেন গোয়েন্দা কর্মকর্তা

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৩৫, বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

 অপহরণের সাত দিন পর গত বুধবার আড়াই বছরের শিশু তাওসিনকে উদ্ধার করা হয়। এ সময় চোরদলের সক্রিয় তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। ২১ মার্চ বিকেলে রাজধানীর হাজারীবাগের ভাড়া বাসার সামনে অন্য শিশুদের সঙ্গে খেলছিল তাওসিন। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশিদ বলেছেন, রাজধানীতে শিশু অপহরণ বেড়েছে। বোরকা পড়ে, পরিচয় গোপন রেখে শিশু চুরি করা হচ্ছে। তাই এ ব্যাপারে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। এ সময় তিনি সন্তান দত্তক নেওয়ার আগে ভালোভাবে খোঁজ নেওয়ার কথা বলেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে মিন্টু রোডে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডিবি প্রধান বলেন, অপহরণের সাত দিন পর গত বুধবার আড়াই বছরের শিশু তাওসিনকে উদ্ধার করা হয়। এ সময় চোরদলের সক্রিয় তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। ২১ মার্চ বিকেলে রাজধানীর হাজারীবাগের ভাড়া বাসার সামনে অন্য শিশুদের সঙ্গে খেলছিল তাওসিন। হঠাৎ অপরিচিত এক নারী চকলেটের লোভ দেখিয়ে তাওসিনকে দোকানে নিয়ে যায়। খেলার সঙ্গীরা কিছু বুঝে ওঠার আগেই বোরকা পরিহিতা ওই নারী তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে তার পরিবার থানায় লিখিত অভিযোগ করলে তদন্ত করে শিশুটিকে উদ্ধার করা হয়। 

তিনি আরো বলেন, শিশু সন্তানদের ক্ষেত্রে বাবা-মাকে আরো সচেতন হতে হবে। তারা কার সঙ্গে খেলছে, স্কুলের সহপাঠীর সঙ্গে, না অন্য অপরাধী চক্রের নজর আছে কিনা খেয়াল রাখতে হবে। 

Share This Article


ঢাবির ভিসি চত্বরে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা

গাজা ভূখণ্ডে সিরিজ হামলা ইসরায়েলের, নিহত ৫০

প্রধানমন্ত্রী'র বক্তব্যের মর্মার্থ বিকৃত করলো কারা

তিন বিভাগে বিজিবি মোতায়েন

যুক্তরাষ্ট্রের ‘ভিত্তিহীন দাবি’ সহিংসতা উসকে দিতে পারে

সর্বোচ্চ আদালতকে পাশ কাটিয়ে সরকার কিছুই করবে না

কোটাব্যবস্থা নিয়ে প্রচারপত্র দিলেন ছাত্রলীগের শীর্ষ নেতারা

পরিবেশ শান্ত করতে ঢাবিতে পুলিশ মোতায়েন

২০৪১ সালের মধ্যে দেশ সোনার বাংলাদেশে পরিণত হবে : স্পিকার

কুমিল্লায় জোড়া হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

গণহত্যার বিরুদ্ধে মুসলিম বিশ্বে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

মেসি-ডি মারিয়ার চোখের জয়ে কোপা জয়ে রাঙাল আর্জেন্টিনা