ডিসেম্বরেই গয়েব হয়ে যাবে যাদের জিমেইল অ্যাকাউন্ট

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:৪০, শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০

যেসব অ্যাকাউন্ট ডিলেট করার তালিকায় থাকবে সেগুলোতে কয়েক ধাপে নোটিফিকেশন পাঠানো হবে। শেষ ধাপে অ্যাকাউন্ট মুছে দেওয়া হবে। 

দুই বছরের বেশি সময় ধরে যেসব অ্যাকাউন্ট সচল হয়নি সেগুলো ডিলেট করে দেওয়া হবে চলতি বছরের ডিসেম্বরে। গুগল এও স্পষ্ট জানিয়েছে, শুধু ব্যক্তিগত অ্যাকাউন্টই মুছে দেওয়া হবে। বিভিন্ন সংস্থার অ্যাকাউন্টের ক্ষেত্রে এমনটি হবে না। অনেক অ্যাকাউন্টই পুরনো পাসওয়ার্ড ব্যবহার করে আবার সেগুলোতে কম্প্রোমাইজ করা হয়েছে। পাশাপাশি এসব অ্যাকাউন্টে নেই টু ফ্যাক্টর অথেনটিকেশন। গুগলের পর্যবেক্ষণে ইন্যাক্টিভ অ্যাকাউন্ট দশগুণ কম সক্রিয় থাকে।

তবে তারা সরাসরি ডিলেট করবে না। যেসব অ্যাকাউন্ট ডিলেট করার তালিকায় থাকবে সেগুলোতে কয়েক ধাপে নোটিফিকেশন পাঠানো হবে। শেষ ধাপে অ্যাকাউন্ট মুছে দেওয়া হবে। যদি আপনার অ্যাকাউন্টের ডিলিট হওয়ার আশঙ্কা থাকে তাহলে একটি কাজই করতে পারেন। দুই বছরের ব্যবধানে একবার হলেও লগইন দিন।

বিষয়ঃ ICT

Share This Article


যে তিনটি টিপস মানলে হ্যাং হবে না স্মার্টফোন

ব্যবহারকারীদের নিরাপত্তায় নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ কবে?

ফোন ট্র্যাকিং বুঝার উপায়, যেসব উপায়ে বন্ধ করবেন

ডিএনএ পরীক্ষায় ১৮টি প্রাথমিক পর্যায়ের ক্যান্সার শনাক্ত হবে, বলছেন বিজ্ঞানীরা

এলিয়েন আছে নাকি নেই, নাসার তথ্য কী বলে?

‘নির্ভুলভাবে’ মৃত্যুর তারিখও বলে দেবে এআই!

ভোটারদের খুদে বার্তা পাঠিয়ে ভোট চাইতে পারবেন প্রার্থীরা

অভিনেত্রী-রাজনীতিবিদদের বিপাকে ফেলা ‘ডিপফেক প্রযুক্তি’ আসলে কী?

ইংরেজি অভিধানে বছরের সেরা শব্দ ‘এআই’

মহাকাশে প্রথমবারের মতো বিকশিত করা হলো ইঁদুরের ভ্রূণ