ভুয়া ওয়েবসাইট শনাক্ত করবে গুগল

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ০৯:২৪, রবিবার, ৩১ মার্চ, ২০২৪, ১৭ চৈত্র ১৪৩০

ওয়েবসাইট সার্চের সময়েই অন্য বেশ কিছু সাইটে যাওয়ার নোটিফিকেশন আসতে থাকে, যার মধ্যে ম্যালওয়্যার থাকে।

কমবেশি সবাই সারাদিন অসংখ্যবার গুগল ব্যবহার করেন। যখন যা কিছু জানতে ইচ্ছা হয় কয়েকটি ক্লিকেই গুগল থেকে জেনে নিতে পারছেন। তবে গুগলে ওয়েবসাইট সার্চ করার সময়ে অন্য সাইটের নোটিফিকেশন আসা এবং অজান্তে সেই নোটিফিকেশন অ্যাকসেপ্ট করার প্রবণতা প্রায় সব ব্যবহারকারীরই রয়েছে। এই প্রবণতা বিপজ্জনক হতে পারে।

ব্যবহারকারীদের বাঁচাতে সম্প্রতি ‘সার্চ জেনারেটিভ এক্সপেরিয়েন্স’ ফিচার এনেছে গুগল। যা আটকে দেবে একটি সাইটের ব্যাকগ্রাউন্ডে থাকা সন্দেহজনক সাইটকে। ফলে আর সেই সাইটগুলো ব্যবহারকারীকে কোনো নোটিফিকেশন পাঠাতে পারবে না।

যে কোনো ওয়েবসাইট সার্চের সময়েই অন্য বেশ কিছু সাইটে যাওয়ার নোটিফিকেশন আসতে থাকে, যার মধ্যে ম্যালওয়্যার থাকে। না জেনে এই সন্দেহজনক সাইটগুলোতে গেলে প্রতারিত হওয়ার সম্ভাবনা প্রবল। এমন ওয়েবসাইটকেই নিয়ন্ত্রণ করে ‘সার্চ জেনারেটিভ এক্সপেরিয়েন্স’।

এআই পরিচালিত এই ফিচার গুগল থেকে সার্চ হওয়া যে কোনো সাইট থেকে সন্দেহজনক সাইটে যাওয়া থেকে আটকায় ব্যবহারকারীকে। অনেক সময়েই দেখা যায় কোনো সাইটের ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু সাইট চলে, যেগুলো আকর্ষণীয় লোন বা কম দামে কসমেটিকস বা অন্য কোনো লোভনীয় প্রোডাক্ট কেনার প্রলোভন দেখায়।

নোটিফিকেশনে সেই সাইটই অ্যালাও করুন, যেগুলো আপনার প্রয়োজন। কোনো আনওয়ান্ডেট সাইটে না যাওয়ারই পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা। এছাড়া বাড়তি নিরাপত্তার জন্য গুগল এই এআই ফিচার আনলো।

Share This Article


ব্যবহারকারীদের নিরাপত্তায় নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ কবে?

ফোন ট্র্যাকিং বুঝার উপায়, যেসব উপায়ে বন্ধ করবেন

ডিএনএ পরীক্ষায় ১৮টি প্রাথমিক পর্যায়ের ক্যান্সার শনাক্ত হবে, বলছেন বিজ্ঞানীরা

এলিয়েন আছে নাকি নেই, নাসার তথ্য কী বলে?

‘নির্ভুলভাবে’ মৃত্যুর তারিখও বলে দেবে এআই!

ভোটারদের খুদে বার্তা পাঠিয়ে ভোট চাইতে পারবেন প্রার্থীরা

ডিসেম্বরেই গয়েব হয়ে যাবে যাদের জিমেইল অ্যাকাউন্ট

অভিনেত্রী-রাজনীতিবিদদের বিপাকে ফেলা ‘ডিপফেক প্রযুক্তি’ আসলে কী?

ইংরেজি অভিধানে বছরের সেরা শব্দ ‘এআই’

মহাকাশে প্রথমবারের মতো বিকশিত করা হলো ইঁদুরের ভ্রূণ