২০২৭ সালের মধ্যে দিনাজপুর-ঢাকা রুটে বুলেট ট্রেন চলবে

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৫২, শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ২১ মাঘ ১৪২৯

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, বাংলাদেশে এখন মেট্রোরেল চলাচল করছে, পাতাল রেলের কাজ চলছে। ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আওয়ামী লীগ ফের ক্ষমতায় এলে ২০২৭ সালের মধ্যে দিনাজপুর-ঢাকা রুটে বুলেট ট্রেন চলবে।

 

শনিবার দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ইকবালুর রহিম বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন কোনো সাংবাদিকের উন্নয়ন হয়নি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের জন্য আলাদাভাবে ভাবছেন। বর্তমানে সাংবাদিকরা সহযোগিতা পাচ্ছেন। কোনো সাংবাদিক মারা গেলে ভবিষ্যতে তাদের পরিবারকে অনুদান দেওয়া হবে।

তিনি আরো বলেন, দেশ ডিজিটাল হয়েছে। আমরা এখন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি, সাংবাদিকরা এরই মধ্যে স্মার্ট হয়েছেন। সাংবাদিকরা এখন যেসব কাজ করছেন তা স্মার্ট বাংলাদেশের অংশ।

হুইপ ইকবাল বলেন, দিনাজপুরে আইটি ইনকিউবেটর চালু হলে দিনাজপুরবাসী ও সাংবাদিকরা উপকৃত হবেন। পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখতে হবে সরকারের প্রতি। মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে সাংবাদিকদের কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্ট, সাধারণ সম্পাদক শাহীন হোসেন প্রমুখ।

বিষয়ঃ উন্নয়ন

Share This Article


বিশ্বব্যাপী সব যুদ্ধ বন্ধের উদাত্ত আহ্বান প্রধানমন্ত্রীর

পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে

২০২৮-এ বাংলাদেশ হবে ১৯তম অর্থনীতি

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তুরস্কের

মধুখালীর ঘটনায় নিহতদের বাড়িতে প্রাণিসম্পদ মন্ত্রী

চলবে তাপপ্রবাহ, আরও ৩ দিনের হিট অ্যালার্ট

মিয়ানমারের ২৮৮ সেনা ও বিজিপি সদস্যদের হস্তান্তর

উত্তপ্ত মধুখালী, পুলিশের ওপর হামলা, সংঘর্ষে প্রাণ নাশ!

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিকে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মার্কিন সিনেটে ইউক্রেন-ইসরায়েল সহায়তা বিল পাস

প্রচণ্ড গরমে লোকালয়ে ঢুকছে সাপ, সতর্ক থাকার পরামর্শ