২০২৭ সালের মধ্যে দিনাজপুর-ঢাকা রুটে বুলেট ট্রেন চলবে

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, বাংলাদেশে এখন মেট্রোরেল চলাচল করছে, পাতাল রেলের কাজ চলছে। ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আওয়ামী লীগ ফের ক্ষমতায় এলে ২০২৭ সালের মধ্যে দিনাজপুর-ঢাকা রুটে বুলেট ট্রেন চলবে।
শনিবার দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ইকবালুর রহিম বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন কোনো সাংবাদিকের উন্নয়ন হয়নি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের জন্য আলাদাভাবে ভাবছেন। বর্তমানে সাংবাদিকরা সহযোগিতা পাচ্ছেন। কোনো সাংবাদিক মারা গেলে ভবিষ্যতে তাদের পরিবারকে অনুদান দেওয়া হবে।
তিনি আরো বলেন, দেশ ডিজিটাল হয়েছে। আমরা এখন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি, সাংবাদিকরা এরই মধ্যে স্মার্ট হয়েছেন। সাংবাদিকরা এখন যেসব কাজ করছেন তা স্মার্ট বাংলাদেশের অংশ।
হুইপ ইকবাল বলেন, দিনাজপুরে আইটি ইনকিউবেটর চালু হলে দিনাজপুরবাসী ও সাংবাদিকরা উপকৃত হবেন। পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখতে হবে সরকারের প্রতি। মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে সাংবাদিকদের কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্ট, সাধারণ সম্পাদক শাহীন হোসেন প্রমুখ।