ফেব্রুয়ারির মধ্যেই বৈদেশিক মুদ্রা বাজারে ভারসাম্য আসবে: কেন্দ্রীয় ব্যাংক

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:০৮, মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ৩০ কার্তিক ১৪২৯

আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি নাগাদ বৈদেশিক মুদ্রা বাজারে চাহিদা ও সরবরাহে ভারসাম্য ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ ব্যাংক।

 

নভেম্বরের ১০ তারিখ পর্যন্ত এলসি খোলা হয়েছে ১২৬৩ মিলিয়ন ডলারের। গত মাসের এ সময়ে যা ছিল ১২৩২ মিলিয়ন ডলার। অক্টোবরে এলসি খোলা হয়েছে ৪৭৪৩ মিলিয়ন ডলারের। ডলারের কিছু সংকট থাকলেও এলসি খোলায় কোনও নিষেধাজ্ঞা বা বন্ধের নির্দেশনা দেয়নি কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংকগুলো তাদের রেমিট্যান্স আয় ও ব্যয় সাপেক্ষে ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রা তহবিল বিবেচনায় এলসি খুলছে। বাণিজ্যিক এলসি খোলা বন্ধ রয়েছে বলে দেশে যা রটেছে তা সঠিক নয়। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কোনো নিষেধাজ্ঞা নেই।  

বিশেষ তদারকিতে ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিংয়ের অনেক তথ্য পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত  বিদেশি মুদ্রার কোনো লোন ডিফল্ট হয়নি এবং বাংলাদেশ ব্যাংক তা হতেও দেবে না।

১৪ নভেম্বর এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ।

Share This Article