ডেঙ্গু: অক্টোবরে মৃত্যু ৮৬, হাসপাতালে ভর্তি প্রায় ২২ হাজার

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:৩৬, মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ১৬ কার্তিক ১৪২৯

ডেঙ্গুতে অক্টোবরে রেকর্ড ৮৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ৯৩২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানা গেছে। বিবৃতি থেকে জানা গেছে, চলতি বছরের মে থেকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে আক্রান্ত দ্বিগুণের বেশি।

জানা গেছে, সেপ্টেম্বরে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৯ হাজার ৯১১ জন। ওই মাসে ৩৪ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়। আগস্টে ১১ জনের মৃত্যু হয়। জুন মাসে একজন ও জুলাইয়ে ৯ জন মারা যান। এবছর ডেঙ্গুজ্বরে এখন পর্যন্ত ১৪১ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া চলতি বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩৮ হাজার ২৪ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি হন ২৬ হাজার ৬২৩ জন।

উল্লেখ্য, দেশে এ বছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়। ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। তাদের মধ্যে ১০৫ জন মারা যান।

বিষয়ঃ ডেঙ্গু

Share This Article


বিশ্বব্যাপী সব যুদ্ধ বন্ধের উদাত্ত আহ্বান প্রধানমন্ত্রীর

পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে

২০২৮-এ বাংলাদেশ হবে ১৯তম অর্থনীতি

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তুরস্কের

মধুখালীর ঘটনায় নিহতদের বাড়িতে প্রাণিসম্পদ মন্ত্রী

চলবে তাপপ্রবাহ, আরও ৩ দিনের হিট অ্যালার্ট

মিয়ানমারের ২৮৮ সেনা ও বিজিপি সদস্যদের হস্তান্তর

উত্তপ্ত মধুখালী, পুলিশের ওপর হামলা, সংঘর্ষে প্রাণ নাশ!

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিকে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মার্কিন সিনেটে ইউক্রেন-ইসরায়েল সহায়তা বিল পাস

প্রচণ্ড গরমে লোকালয়ে ঢুকছে সাপ, সতর্ক থাকার পরামর্শ