ফরিদপুরে বাস-পিকআপের সংঘর্ষে নিহত বেড়ে ১৪

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:২৪, মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩০

নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ ও আহতের তিন লাখ করে টাকা দেওয়া হবে।

ফরিদপুরের কানাইপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনায় মো. ইকবাল হোসেন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ জনে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ঢাকা নেওয়ার পথে পদ্মা সেতু এলাকায় তিনি মারা যান। বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন।

তিনি বলেন, ঢাকা নেওয়ার পথে মারা যাওয়া মো. ইকবাল হোসেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কুমরাইল গ্রামের বাসিন্দা।

এর আগে ঘটনাস্থলেই ১১ জন মারা যান। এদের মধ্যে একই পরিবারের চারজন সদস্য রয়েছেন। এ ছাড়া ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।

ফরিদপুরের জেলা প্রশাসক মো.কামরুল আহসান তালুকদার বলেন, নিহত প্রত্যেকের পরিবারকে তাৎক্ষণিক ২০ হাজার এবং আহত পাঁচজনের পরিবারকে ১০ হাজার করে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরে নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ ও আহতের তিন লাখ করে টাকা দেওয়া হবে। পাশাপাশি ঘটনাটি তদন্ত করে দেখার জন্য সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


আবারও আসছে তিনদিনের ‘হিট অ্যালার্ট’

ইতিহাস গড়লেন বাংলাদেশি নারী বক্সার

থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

শেরে বাংলার মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা

জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে

রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট

৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা

২৮ এপ্রিল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি

২০২৮-এ বাংলাদেশ হবে ১৯তম অর্থনীতি

মধুখালীর ঘটনায় নিহতদের বাড়িতে প্রাণিসম্পদ মন্ত্রী

মিয়ানমারের ২৮৮ সেনা ও বিজিপি সদস্যদের হস্তান্তর

‘প্রার্থিতা নিয়ে মন্ত্রী-এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা’