তিন রাউন্ড শেষে আইপিএলের দলগুলোর কী হাল?

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:৪০, বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ২১ চৈত্র ১৪৩১

টানা দুই ম্যাচ জয়ের পর বিশাখাপত্তমে দিল্লি ক্যাপিটালসের কাছে ২০ রানে হার মানতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। তখন পর্যন্ত রানরেটেও বেশ এগিয়েই ছিল চেন্নাই। এরপর অবশ্য তাদের শীর্ষস্থান হারাতে হয়েছে রাজস্থান এবং কলকাতার দুর্দান্ত ফর্মের কারণে। আর তাতে রানরেটেও কিছুটা পিছিয়ে পড়েছে ধোনির দল। 

একটা হারই যেন বদলে দিলো চেন্নাইয়ের চিত্র। দ্বিতীয় রাউন্ডের ম্যাচের পর পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু নিজেদের হার আর কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের উড়ন্ত ফর্ম কিছুটা হলেও পেছনে ঠেলে দিয়েছে মুস্তাফিজুর রহমানের দলকে। এরইমাঝে দলের সর্বোচ্চ উইকেট শিকারীকে ছাড়াই পরের ম্যাচে নামার জন্যও প্রস্তুত হতে হচ্ছে তাদের। 

টানা দুই ম্যাচ জয়ের পর বিশাখাপত্তমে দিল্লি ক্যাপিটালসের কাছে ২০ রানে হার মানতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। তখন পর্যন্ত রানরেটেও বেশ এগিয়েই ছিল চেন্নাই। এরপর অবশ্য তাদের শীর্ষস্থান হারাতে হয়েছে রাজস্থান এবং কলকাতার দুর্দান্ত ফর্মের কারণে। আর তাতে রানরেটেও কিছুটা পিছিয়ে পড়েছে ধোনির দল। 

সবশেষ গতকাল নিজেদের রেকর্ডগড়ার ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে এক অর্থে উড়িয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর তাতে নিজেদের রানরেটকেও নিয়ে গিয়েছে অনেকটা ধরাছোঁয়ার বাইরে। শাহরুখের দলের রানরেট এখন ২.৫১৮। যেখানে দুইয়ে থাকা রাজস্থানের রানরেট ১.২৪৯। যদিও দুই দলেরই পয়েন্ট সমান। তবে রানরেটের কল্যাণে শীর্ষে কলকাতা আর দুইয়ে আছে রাজস্থান। 

তিন থেকেই নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে চেন্নাই। ৩ ম্যাচে ২ জয়ে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। চারে আছে আইপিএলে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া দল লখনৌ সুপার জায়ান্টস। টানা দুই ম্যাচের জয় তাদের নিয়ে এসেছে প্লে-অফ স্পটে। পাঁচে থাকা গুজরাটও ৪ পয়েন্ট পেয়েছে। তবে রানরেটে অনেকটাই পিছিয়ে তারা। 

ছয়ে আছে সানরাইজার্স হায়দরাবাদ। টুর্নামেন্টে দারুণ ব্যাটিংশৈলী উপহার দিলেও জয় তাদের কেবল এক ম্যাচেই। দুই পয়েন্ট সংগ্রহ করেছে তারা। সাতে আছে পাঞ্জাব কিংস এবং আটে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুই দলই পেয়েছে এক জয়। নয়ে থাকা দিল্লি ক্যাপিটালস এক জয় পেলেও রানরেট বিবেচনায় আছে বিপর্যয়ে। 

আর সবার শেষে আছে টুর্নামেন্টে এখন পর্যন্ত জয় না পাওয়া মুম্বাই ইন্ডিয়ান্স। টানা তিন হার, অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে নিয়ে নানামুখী সমালোচনা, একাধিক গুঞ্জন আর সমর্থকদের পাশে না পাওয়া… সবমিলিয়ে বিপর্যন্ত শুরু মুম্বাইয়ের। তাদের পয়েন্ট শূন্য। 

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article