গাজীপুরে চোর সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:৫০, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পারভেজ জানান, কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নামিলা এলাকায় চান মিয়ার বাড়িতে চোরের দল গরু চুরি করতে ঢোকে। বিষয়টি টের পেয়ে চান মিয়া চিৎকার শুরু করলে এলাকাবাসী ছুটে এসে একজনকে আটক করে গণপিটুনি দেন। 

গাজীপুরের কাপাসিয়া উপজেলার নামিলা ও বড়িবাড়ি এলাকায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পারভেজ জানান, কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নামিলা এলাকায় চান মিয়ার বাড়িতে চোরের দল গরু চুরি করতে ঢোকে। বিষয়টি টের পেয়ে চান মিয়া চিৎকার শুরু করলে এলাকাবাসী ছুটে এসে একজনকে আটক করে গণপিটুনি দেন। 

এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এসময় চোরের দলের অন্যরা পালিয়ে যান। পরে এলাকাবাসী খোঁজাখুঁজি করে পাশের বড়িবাড়ি এলাকায় ধান ক্ষেত থেকে আরেকজনকে আটক করেন। এসময় গণপিটুনি দিলে তিনিও ঘটনাস্থলেই মারা যান।


কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ উদ্দিন জানান, দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article

উপজেলা নির্বাচন: বহিষ্কারের পর ফিরিয়ে নেয়ার সুযোগ দিলেও কেন পাত্তা দিচ্ছেন না বিএনপির প্রার্থীরা?

তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে অঞ্চলভিত্তিক স্কুল বন্ধ

বিএনপির আন্দোলন সফল হবেনা : যেভাবে বুঝেছিলেন জিএম কাদের

ইউরোপে বাড়ছে চীনের গুপ্তচরবৃত্তি

সেনাবাহিনীর অভিযানে কুকি-চিনের দুই সন্ত্রাসী নিহত, গোলা উদ্ধার

জড়িত-শনাক্ত সবাইকে আইনের আওতায় আনা হবে : র‌্যাব মুখপাত্র

বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না : ওবায়দুল কাদের

পিনাকীর বিরুদ্ধে অভিযোগপত্র, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন

নিউইয়র্কে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, ২ বাংলাদেশি নিহত

দেশে আরও ৩ দিনের হিট অ্যালার্ট জারি