২৫ বছর পর ফের একসঙ্গে এআর রহমান-প্রভু দেবা

  বিনোদন ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ০৯:৪৪, শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ৯ চৈত্র ১৪৩০

মিউজিক মেস্ট্রো যে পোস্টারটি শেয়ার করেছিলেন, তাতে 'মুকাবলা' গানের প্রভু দেবার একটি স্মরণীয় ছবি দেখানো হয়েছে, যার পটভূমিতে সোনালি আকাশে রহমানের একটি সোনালি সিলুয়েট সেট করা হয়েছে।

২৫ বছর পর আবার একসঙ্গে কাজ করতে চলেছেন গানের জগতের সেরা এ আর রহমান এবং ভারতের নাচের গুরুদেব প্রভুদেবা। মুকাবলা এবং উর্বশীসহ তামিল মুভি কাধলান এর হিট গান গুলো অসাধারণ সাফল্য লাভ করে। ২৫ বছর পরও সেই গানগুলোর চর্চা তুঙ্গে। হিন্দি এবং তেলেগুতে ডাব করা সংস্করণের পাশাপাশি এই গানগুলোর আসল ভার্সনও বক্স অফিসে আধিপত্য বিস্তার করে এবং একটি প্রজন্মকে প্রভু দেবার নৃত্যের চাল অনুকরণ করতে অনুপ্রাণিত করে।

তাদের উল্লেখযোগ্য কাজ, যেমন জেন্টলম্যান থেকে চিকু বুকু রাইলে, মিস্টার রোমিও থেকে রোমিও আটম এবং কাধলান থেকে পেট্টা র‍্যাপ, বছরের পর বছর ধরে সবার মনে জায়গা করে নিয়েছে।

বর্তমানে তৈরি হওয়া এআরআরপিডি৬ নামে পরিচিত ছবিতেই একসঙ্গে আবারও দেখা যাবে তাদের। এই ছবিটি লেখক ও পরিচালক মনোজ এন এস-এর একটি সৃজনশীল প্রচেষ্টা। ২২ মার্চ সিনেমাটির পোস্টার পোস্ট করার পাশাপাশি এই ঘোষণা দেন রহমান নিজেই।

মিউজিক মেস্ট্রো যে পোস্টারটি শেয়ার করেছিলেন, তাতে 'মুকাবলা' গানের প্রভু দেবার একটি স্মরণীয় ছবি দেখানো হয়েছে, যার পটভূমিতে সোনালি আকাশে রহমানের একটি সোনালি সিলুয়েট সেট করা হয়েছে।

এআরআরপিডি৬-এর কাস্টের মধ্যে রয়েছে প্রভু দেবা, যোগী বাবু সহ মালয়ালম অভিনেতা অজু ভার্গিস এবং অর্জুন অশোকান প্রধান চরিত্রে অভিনয় করছেন। ছবিতে অভিনয় করবেন মোটা রাজেন্দ্রন এবং রেডিন কিংসলেও।

মনোজ এনএস, দিব্যা মনোজ এবং ডা. প্রবীন এলাক দ্বারা প্রযোজনা করা হয়েছে এই ছবি। রহমান ছবিটির সঙ্গীত পরিচালনা করছেন। রহমান এবং প্রভু দেবার ছয়তম একসঙ্গে কাজের শিগগিরিই চিত্রগ্রহণ শুরু হতে চলেছে।

বিষয়ঃ তারকা

Share This Article